
গাজীপুরে ১৮ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্য আটক
নিজস্ব প্রতিনিধি মিস্ সালমা দেওয়ান
গাজীপুর মহানগরীর সদর থানাধীন লাগালিয়া (হাড়িনাল বাজার) এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৩ জনকে আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জিএমপি উত্তর বিভাগ ক্রাইম উপ-পুলিশ কমিশনার জানান
গত মঙ্গলবার (৫ নভেম্বর২৪ইং) (জিএমপি) গাজীপুর সদর থানাধীন লাগালিয়া (হাড়িনাল বাজার) এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে জামাই আলমগীর (৪৬) এর বাড়ীর সামনের রাস্তায় ও বসত বাড়ীতে পুলিশ অভিযান পরিচালনা চালিয়ে রামদা, চাপাতি সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও ১,৮০০ (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আলমগীর পালিয়ে গেলেও তার মাদক ব্যবসায়ে সহায়তাকারী ০৩ (তিন) জনকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামিরা হলেন মোঃ বিল্লাল হোসেন শাওন (২০) এর বাড়ী কুড়িগ্রাম জেলায়, অপর আসামীরা হলেন মাদক ব্যবসায়ী আলমগীর ওরফে জামাই আলমগীর এর দুই ছেলে।
তিনি বলেন অভিযানে তার মাদকের আখড়া থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩টি মোটরসাইকেল, নগদ ৪১,১৫০/-(একচল্লিশ হাজার একশত পঞ্চাশ) টাকা ও ০৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পলাতক মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে জামাই আলমগীর এর নামে মাদক মামলা সহ ১০টি মামলা ও তার ছেলেদের নামে একাধিক মামলা রয়েছে। অভিযানকালে এলাকাবাসী জানায়, আলমগীরের মাদকের আখড়ায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রচুর সংখ্যক উঠতি বয়সের ছেলেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে ইয়াবা ট্যাবলেট ক্রয় ও সেবন করে থাকে। পুলিশের অভিযানে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে (জিএমপি) গাজীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় যুব সমাজকে ধ্বংসের পথ থেকে রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সদর থানাধীন লাগালিয়া এলাকা হতে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও ১৮০০ (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন গ্রেফতার করেছে পুলিশের চৌকস একটি দল।