
মোহনগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মানিক তালুকদার, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বি.এন.পির এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে র্যালিটি মোহনগঞ্জের পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে মোহনগঞ্জ উপজেলা বি.এন.পি’র আহ্বায়ক সেলিম কার্ণায়েনের সভাপতিত্বেে ও পৌর বি.এন.পি’র সদস্য সচিব গোলাম রাব্বানী পুতুলের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ.খ.ম শফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, বিএনপির প্রবীণ নেতা সৈয়দ আকিকুর রহমান আকিক, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান দোহা, যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুবদল সভাপতি গোলাম এরশাদুর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন, পৌর যুবদলের আহ্বায়ক মো. জহিরুজ্জামান খান রনি, সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম, যুবনেতা শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, সদস্য জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুস সাদী অপু, সদস্য সচিব কিরন খা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আমিরুল ইসলাম চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব নাজমুল হোসেন বাবু, উপজেলা কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম ও পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ মকবুল হোসেন খোকন। শ্রমিক দলের আহবায়ক আবুল কাসেম ছদ্দু, উপজেলা তরুণ প্রজন্মদল সাধারণ সম্পাদক নিশাদ আহম্মেদ বিদ্যা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি জনতার বিপ্লব ছিল একটি সফল ও সঠিক পদক্ষেপ। এই বিপ্লবের মাধ্যমেই গণতন্ত্রকে পূনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। আমরা সেই ধারাবাহিকতা রক্ষার্থে শহীদ জীয়ার আদর্শকে সমুন্নত রাখব।