
শেরপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক মোঃ আকাব্বর আলী
শেরপুর জেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার শেরপুর উপজেলা ও পৌর বি.এন.পির এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে র্যালিটি শেরপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ আলী উসমান পার্কে এসে শেষ হয়। পরে শহীদ আলী উসমান পার্কে প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা বি.এন.পি’র আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী সাহেব,সভাপতিত্ব করেন জেলা বি.এন.পি’র সদস্য সচিব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নকলা পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক ফাহিম চৌধুরী, নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব মাসুদ পারভেজ, সদর শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাদল তালুকদার, শেরপুর সদর উপজেলার বিএনপির সংগ্রামী নেতা সৈয়দ সাইফুল ইসলাম আকিক, পৌর বিএনপির কৃষক দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী হেলাল, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান দোহা, যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুবদল সভাপতি গোলাম রাশেদুল ইসলাম রনি ,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম আকাশ, সদস্য সচিব জীবন, পৌর যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম কাজল, যুবনেতা শফিকুল ইসলাম, মোঃ জামিউল ইসলাম রাকিব, সদস্য উজ্জ্বল মিয়া,১৩- রৌহা ইউনিয়ন আহবায়ক আক্কাস আলী ও সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন উপজেলার স্বেচ্ছাসেবক দলের, সদস্য সচিব , পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক, সদস্য সচিব , উপজেলা কৃষকদলের আহবায়ক ইসলাম উদ্দিন ও পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ মকবুল হোসেন । শ্রমিক দলের আহবায়ক আবুল আলী, ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোঃ আকবর আলী, প্রয়াৎ বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রশিদ এর একনিষ্ঠ সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মোল্লা অব পুলিশ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি জনতার বিপ্লব ছিল একটি সফল ও সঠিক পদক্ষেপ। এই বিপ্লবের মাধ্যমেই গণতন্ত্রকে পূনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। আমরা সেই ধারাবাহিকতা রক্ষার্থে শহীদ জীয়ার আদর্শকে সমুন্নত রাখব ইনশাআল্লাহ সুদিন আসবেই ফিরে, আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক জনাব মোঃ তারেক রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কে বিশ্বের মাঝে নতুন করে পরিচয় করিয়ে দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন এবং উনার দিকনির্দেশনা আমরা সবাই দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই এবং জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।