6:34 am, Thursday, 1 May 2025

নাগরপুরে পারিবারিক শত্রুতার জেরে ফসলি জমির ধান নষ্ট

কাজী মোস্তফা রুমি: পারিবারিক শত্রুতার জের ধরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রায় সাড়ে ৪২ শতাংশ জমির আধাপাকা ধান কেটে ফেলেছে।

এ বিষয়ে ১৬নভেম্বর’২৪ রোজ শনিবার বিকেলে ফসলি জমির মালিক মোঃ গোলাম দস্তগীর এবং মোঃ আতিকুর রহমান (পিতা: মৃত শফি শামসুল হক) গণমাধ্যমকে বলেন- উত্তরাধিকার সূত্রে এই জমি আমাদের। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পারিবারিক শত্রুতার জের ধরে গতকাল ১৫ নভেম্বর’২৪ দিবাগত রাত্রে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নাগরপুর উপজেলা শাখার সিনি: সহ-সভাপতি মো: তারিফুল ইসলাম(পিতা- মোঃ সবুর মিয়া) এর নির্দেশনা মোতাবেক আব্দুল সালাম (পিতা: মৃত আহাম্মদ আলী), সবুর (পিতা: মৃত আহমদ আলী), তোতা (পিতা: মৃত আহমদ আলী), মো:রফিকুল ইসলাম (পিতা: মৃত আহমদ আলী ), মো: বিল্লাল (পিতা মৃত আফাজ উদ্দিন), আতোয়ার (পিতা: গেন্দা মিয়া), সানোয়ার (পিতা: মৃত শিরো মিয়া) সহ আরো অনেকেই সম্মিলিতভাবে রাতের অন্ধকারে আমাদের এই সাড়ে ৪২ শতাংশ জমির আধা পাকা ধান একদম বিনষ্ট করে দিয়েছে। আর মাত্র ১৫ দিন পরেই এই ফসল আমরা ঘরে তুলতে পারতাম। এতে করে আমাদের চরমভাবে অর্থনৈতিক ক্ষতি হলো।

এই জমি চাষ করতে গিয়ে আমরা অনেক অর্থ খরচ করেছিলাম, কিন্তু সেই অর্থ আমাদের সম্পূর্ণই নষ্ট হয়ে গেল। এই ধরনের জঘন্য একটি ঘটনায় আমরা হতবাক এবং হতভম্ব হয়ে গেছি। কিভাবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ এই ধরনের কাজ করতে পারে, এটা আমাদের কোন বুঝে আসছে না।

আমরা এই ব্যাপারে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা সাপেক্ষে নাগরপুর থানা এবং এসিল্যান্ড মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দায়ের করব।

পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অতি দ্রুত এই ধরনের জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নরসিংদীর লটকন পেল জিআই পণ্যের মর্যাদা: জেলা প্রশাসকের হাতে সনদ হস্তান্তর

নাগরপুরে পারিবারিক শত্রুতার জেরে ফসলি জমির ধান নষ্ট

Update Time : 05:23:36 pm, Saturday, 16 November 2024

কাজী মোস্তফা রুমি: পারিবারিক শত্রুতার জের ধরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রায় সাড়ে ৪২ শতাংশ জমির আধাপাকা ধান কেটে ফেলেছে।

এ বিষয়ে ১৬নভেম্বর’২৪ রোজ শনিবার বিকেলে ফসলি জমির মালিক মোঃ গোলাম দস্তগীর এবং মোঃ আতিকুর রহমান (পিতা: মৃত শফি শামসুল হক) গণমাধ্যমকে বলেন- উত্তরাধিকার সূত্রে এই জমি আমাদের। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পারিবারিক শত্রুতার জের ধরে গতকাল ১৫ নভেম্বর’২৪ দিবাগত রাত্রে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নাগরপুর উপজেলা শাখার সিনি: সহ-সভাপতি মো: তারিফুল ইসলাম(পিতা- মোঃ সবুর মিয়া) এর নির্দেশনা মোতাবেক আব্দুল সালাম (পিতা: মৃত আহাম্মদ আলী), সবুর (পিতা: মৃত আহমদ আলী), তোতা (পিতা: মৃত আহমদ আলী), মো:রফিকুল ইসলাম (পিতা: মৃত আহমদ আলী ), মো: বিল্লাল (পিতা মৃত আফাজ উদ্দিন), আতোয়ার (পিতা: গেন্দা মিয়া), সানোয়ার (পিতা: মৃত শিরো মিয়া) সহ আরো অনেকেই সম্মিলিতভাবে রাতের অন্ধকারে আমাদের এই সাড়ে ৪২ শতাংশ জমির আধা পাকা ধান একদম বিনষ্ট করে দিয়েছে। আর মাত্র ১৫ দিন পরেই এই ফসল আমরা ঘরে তুলতে পারতাম। এতে করে আমাদের চরমভাবে অর্থনৈতিক ক্ষতি হলো।

এই জমি চাষ করতে গিয়ে আমরা অনেক অর্থ খরচ করেছিলাম, কিন্তু সেই অর্থ আমাদের সম্পূর্ণই নষ্ট হয়ে গেল। এই ধরনের জঘন্য একটি ঘটনায় আমরা হতবাক এবং হতভম্ব হয়ে গেছি। কিভাবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ এই ধরনের কাজ করতে পারে, এটা আমাদের কোন বুঝে আসছে না।

আমরা এই ব্যাপারে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা সাপেক্ষে নাগরপুর থানা এবং এসিল্যান্ড মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দায়ের করব।

পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অতি দ্রুত এই ধরনের জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।