
জামায়াত নেতা গোলাম রব্বানী কেন সাধারন মানুষের কাছে জনপ্রিয়
আব্দুল হালিম.রংপুর জেলা প্রতিনিধি
মিঠাপুকুর উপজেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা আমীর গোলাম রব্বানী কেন সাধারন মানুষের কাছে জনপ্রিয় তা উপজেলার ১৭ টি ইউনিয়নে সরেজমিনে গিয়ে মিলেছে এ তথ্য। জানাগেছে ২০১৪ সালের ১৯ ফেব্রয়ারী উপজেলা পরিষদ নির্বাচনে ১ লক্ষ ২৫ হাজার ৯ শ ২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। আওয়ামীলীগ সরকার গেজেট প্রকাশ ও শপথ গ্রহন হলেও তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত চেয়ারে বসতে পারেননি। তাঁকে মিঠাপুকুর কলেজের সহকারী অধ্যাপক থেকে সাময়িক বরখাস্ত করেছেন তৎকালীন গভার্নিং কমিটির সভাপতি ও সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান।
জামায়াত নেতা অধ্যাপক গোলাম রব্বানী ১ম দফায় ২ বছর ৫ মাস, দ্বিতীয় দফায় ৪ মাস ৭ দিন মোট ২ বছর ৯ মাস ৭ দিন জেল হাজতের পর বের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করবেন বলে ঘোষনা দিয়েছেন। জামায়াত বিএনপির ভোটার ছাড়াও সাধারন মানুষ তাঁকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন বলে হাট- বাজার সহ গ্রাম গঞ্জে গুনজন উঠেছে।
এছাড়াও মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়ন বিশ্বরোডের পূর্বপাশে, ৫ জন নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশির মধ্যে ৪ জনই বিশ্বরোডের পূর্বপাশে।তাঁরা হলেন, সাবেক এমপি এমপি এইচ এন আশিকুর রহমান, তাঁর পুত্র রাশেক রহমান, সাবেক এমপি জাকির হোসেন সরকার ও মোতাহার হোসেন মন্ডল মওলা বিশ্বরোডের পশ্চিম এলাকা ১ নং খোড়াগাছ,২ নং রানীপুকুর,৭ নং লতিবপুর, ৮ নং চেংমারী, ৯ নং ময়েনপুর,১০ নং বালুয়ামাসিমপুর, ১১ নং বড়বালা, ১২ নং মিলনপুর, ১৩ নং গোপালপুর এই ৯ টি ইউনিয়নে এমপি নির্বাচিত হয়নি, এবারে তারা দল মত নির্বিশেষে উপজেলার পশ্চিম এলাকায় এমপি নির্বাচিত করবেন বলে সাধারন মানুষের অভিমত। অধ্যাপক গোলাম রব্বানী ২৮ বছরে শিক্ষকতায় উপজেলার সর্বত্র রয়েছে কয়েক হাজার ছাত্র/ ছাত্রী। যারা বিগত উপজেলা নির্বাচনে ব্যাপক সহযোগিতা করেছেন এবং এবারেও সংসদ নির্বাচনে সহযোগীতা করবেন। তারা এ উপজেলায় বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। গোলাম রব্বানী দীর্ঘদিন জেলে থাকায় সাধারন মানুষের সহানুভুতি পাবেন। তিনি পরিচ্ছন্ন রাজনীতিক ব্যক্তি হিসেবেও ভাল। তার চাকুরী ও জীবনে অস্বচ্ছতা পাওয়া যায়নি। এ কারনে ২০ দলীয় জোটের কাছে সর্ব ক্ষেত্রে গ্রহন যোগ্য ব্যক্তি।
এ ছাড়াও সাবেক এমপি এইচ এন আশিকুর রহমান ৫ বার, সাবেক এমপি জাকির হোসেন সরকার ১ বার নির্বাচিত হলেও তাদের নেতিবাচক কার্যকলাপ গোলাম রব্বানীকে জনপ্রিয় করে তুলেছে। জামায়াত জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ দিকে জেলা জামায়াত জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক এ আসন জামায়াতের দখলে আনার জন্য দিন রাত চষে বেলাচ্ছেন। এ দিকে শিল্পপতি এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর বিএনপি’র মনোনয়ন নিয়ে এমপি নির্বাচন করলে জামায়াত নেতা গোলাম রবাবানীর সাথে লড়াই হবে বলে এলাকার অভিজ্ঞ মহলের ধারনা।