5:43 am, Thursday, 1 May 2025

গাজীপুর শ্রীপুরে মোবাইলে প্রেমালাপে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে গৃহবধু

গাজীপুর শ্রীপুরে মোবাইলে প্রেমালাপে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে গৃহবধু

 

গাজীপুর জেলা প্রতিনিধি
শাহাদাত হোসেন

 

গাজীপুর জেলা অন্তর্গত শ্রীপুরে পৌর এলাকার স্থানীয় বাসিন্দা বিগত ২ বছরের পূর্বে পারিবারিক ভাবে দুই পরিবারের সদস্যদের সম্মতিক্রমে ইসলামী শরীয়ত সম্মত ভাবে বিয়ে সম্পন্ন করা হয়েছিল ঐ গৃহবধূ মোসাম্মৎ সোহাগী বেগম ও মোঃ ইস্রাফিলের।গত দুই দিন পূর্বে(২৩ নভেম্বর)
রোজ শনিবার সকাল ৭.৩০মি থেকে তাঁর চাল চলনের গদি বৃথিতে কিছুটা অন্য রকম মনে হচ্ছিল, যাহ্ ভেবেছিলাম ঠিক তাই হয়েগেল, মোবাইলে পরকীয়া প্রেম জড়িয়ে স্বামীর সংসার ছেড়ে, ব্যাংকের উত্তোলন কৃত টাকা নিয়ে পালিয়েছে স্ত্রী এমনটি দাবি করছেন স্বামী ইসরাফিল।

সোহাগী তার মায়ের সঙ্গে কথা বলে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাবা বাড়িতে যাওয়ার উদ্দেশে অন্তঃপর তার বাবা বাড়িতে না গিয়ে তার পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে বলে ধারণা করছেন স্বামী ইসরাফিল।

স্বামী বলেছেন সংসার জীবন মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়। স্ত্রী টিক টকে আশক্ত ছিল,স্মার্টফোন কেনার বায়না ধরতো, পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এনজিও (বুরো বাংলাদেশ) থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ইসরাফিলের বোন জামাই রানার জন্য বাড়তে থাকে ঘরের টাংকে রাখা ছিল।টাংকের তালা খুলে টাকা নিয়ে চলে গেছে বলে দাবি করেছেন সোহাগী শশুর, শাশুড়ি আত্মীয়-স্বজন আরো সঙ্গে গহনা ছিল প্রায় ১ভরি ও প্রয়োজনীয় পোশাক একটি ব্যাগ সব কিছু নিয়ে উধাও হয়ে যায়।

ইসরাইলের বাবা আব্দুল বারেক বলেন আমি রাতে ৭/৮ দিকে আমার ছেলের শশুর বাড়ি তথা সোহাগী বাপের বাড়িসহ  আশেপাশে ২/১ টি‌ বাড়িতে খুঁজে দেখেছি কিন্তু। আমার বিয়াই মবব্বুল আমারে আসতে দেয়নি, আমাকে অশালীন ভাষা চিৎকার করে বলে আপনি এখানে কেন এলেন, মিথ্যা নাটক করতে, আপনি এখন আমার মেয়েকে বের করে দিয়ে পরে যেতে হবে। অন্তঃপর আমার মেয়ের জামাই রাত ১০ পর এলাকার স্থানীয় কয়েকজনের সহায়তা আমাকে আমার বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হয়।

ইসরাফিলের মা জোছনা খাতুন বলেন আমার পারিবারিক মধ্যবিত্ত তাই ইসরাফিল স্ত্রী তাদের আয় করার উদ্দেশ্যে স্বইচ্ছাই চাকরি নিয়ে ছিল আর্থিক সচ্ছলতায় কিছুটা সহযোগিতা করতে। বিপত্তি বাধে সোহাগী মা নার্গিস যখন এই বিষয়ে জানতে পারে মেয়ের যা বললেন মেয়েকে আমাদের বাড়ির থাকতে দিবেন বিয়ের পর থেকে এরকম ভাবে ভয় দেখিয়ে আসছিলেন।

ইসরাফিলের শাশুড়ি ফোন আলাপে মেয়ে আসার কথা স্বীকার করে। কিন্তু ১লক্ষ ৮০ হাজার টাকা নেওয়ার বিষয়ে সে জানে না এবং অস্বীকার করে। সোহাগীর স্বামী ইসরাফিল ঠিক মত সংসারের খরচ দিতে পারে না বলে দাবি করেন।স্ত্রী, সোহাগী (১৮) পিতা:মবব্বুল হোসেন মাতা: নার্গিস(লাল খাতুন) কাশর,ভালুকা,ময়মনসিংহ।

উক্ত ঘটনায় শ্রীপুর মডেল থানায় ইসরাইলের মা জোছনা বেগম বাদী হয়ে আজ সোমবার (২৫ নভেম্বর) একটি অভিযোগ দায়ের করেন। ইসরাফিল (২২) পিতা: আব্দুল বারেক মাতা: জোছনা খাতুন গাজীপুর, শ্রীপুর, গাজীপুর।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নরসিংদীর লটকন পেল জিআই পণ্যের মর্যাদা: জেলা প্রশাসকের হাতে সনদ হস্তান্তর

গাজীপুর শ্রীপুরে মোবাইলে প্রেমালাপে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে গৃহবধু

Update Time : 11:38:53 pm, Monday, 25 November 2024

গাজীপুর শ্রীপুরে মোবাইলে প্রেমালাপে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে গৃহবধু

 

গাজীপুর জেলা প্রতিনিধি
শাহাদাত হোসেন

 

গাজীপুর জেলা অন্তর্গত শ্রীপুরে পৌর এলাকার স্থানীয় বাসিন্দা বিগত ২ বছরের পূর্বে পারিবারিক ভাবে দুই পরিবারের সদস্যদের সম্মতিক্রমে ইসলামী শরীয়ত সম্মত ভাবে বিয়ে সম্পন্ন করা হয়েছিল ঐ গৃহবধূ মোসাম্মৎ সোহাগী বেগম ও মোঃ ইস্রাফিলের।গত দুই দিন পূর্বে(২৩ নভেম্বর)
রোজ শনিবার সকাল ৭.৩০মি থেকে তাঁর চাল চলনের গদি বৃথিতে কিছুটা অন্য রকম মনে হচ্ছিল, যাহ্ ভেবেছিলাম ঠিক তাই হয়েগেল, মোবাইলে পরকীয়া প্রেম জড়িয়ে স্বামীর সংসার ছেড়ে, ব্যাংকের উত্তোলন কৃত টাকা নিয়ে পালিয়েছে স্ত্রী এমনটি দাবি করছেন স্বামী ইসরাফিল।

সোহাগী তার মায়ের সঙ্গে কথা বলে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাবা বাড়িতে যাওয়ার উদ্দেশে অন্তঃপর তার বাবা বাড়িতে না গিয়ে তার পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে বলে ধারণা করছেন স্বামী ইসরাফিল।

স্বামী বলেছেন সংসার জীবন মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়। স্ত্রী টিক টকে আশক্ত ছিল,স্মার্টফোন কেনার বায়না ধরতো, পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এনজিও (বুরো বাংলাদেশ) থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ইসরাফিলের বোন জামাই রানার জন্য বাড়তে থাকে ঘরের টাংকে রাখা ছিল।টাংকের তালা খুলে টাকা নিয়ে চলে গেছে বলে দাবি করেছেন সোহাগী শশুর, শাশুড়ি আত্মীয়-স্বজন আরো সঙ্গে গহনা ছিল প্রায় ১ভরি ও প্রয়োজনীয় পোশাক একটি ব্যাগ সব কিছু নিয়ে উধাও হয়ে যায়।

ইসরাইলের বাবা আব্দুল বারেক বলেন আমি রাতে ৭/৮ দিকে আমার ছেলের শশুর বাড়ি তথা সোহাগী বাপের বাড়িসহ  আশেপাশে ২/১ টি‌ বাড়িতে খুঁজে দেখেছি কিন্তু। আমার বিয়াই মবব্বুল আমারে আসতে দেয়নি, আমাকে অশালীন ভাষা চিৎকার করে বলে আপনি এখানে কেন এলেন, মিথ্যা নাটক করতে, আপনি এখন আমার মেয়েকে বের করে দিয়ে পরে যেতে হবে। অন্তঃপর আমার মেয়ের জামাই রাত ১০ পর এলাকার স্থানীয় কয়েকজনের সহায়তা আমাকে আমার বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হয়।

ইসরাফিলের মা জোছনা খাতুন বলেন আমার পারিবারিক মধ্যবিত্ত তাই ইসরাফিল স্ত্রী তাদের আয় করার উদ্দেশ্যে স্বইচ্ছাই চাকরি নিয়ে ছিল আর্থিক সচ্ছলতায় কিছুটা সহযোগিতা করতে। বিপত্তি বাধে সোহাগী মা নার্গিস যখন এই বিষয়ে জানতে পারে মেয়ের যা বললেন মেয়েকে আমাদের বাড়ির থাকতে দিবেন বিয়ের পর থেকে এরকম ভাবে ভয় দেখিয়ে আসছিলেন।

ইসরাফিলের শাশুড়ি ফোন আলাপে মেয়ে আসার কথা স্বীকার করে। কিন্তু ১লক্ষ ৮০ হাজার টাকা নেওয়ার বিষয়ে সে জানে না এবং অস্বীকার করে। সোহাগীর স্বামী ইসরাফিল ঠিক মত সংসারের খরচ দিতে পারে না বলে দাবি করেন।স্ত্রী, সোহাগী (১৮) পিতা:মবব্বুল হোসেন মাতা: নার্গিস(লাল খাতুন) কাশর,ভালুকা,ময়মনসিংহ।

উক্ত ঘটনায় শ্রীপুর মডেল থানায় ইসরাইলের মা জোছনা বেগম বাদী হয়ে আজ সোমবার (২৫ নভেম্বর) একটি অভিযোগ দায়ের করেন। ইসরাফিল (২২) পিতা: আব্দুল বারেক মাতা: জোছনা খাতুন গাজীপুর, শ্রীপুর, গাজীপুর।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।