
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ মধ্যপাড়ায় পারিবারিক শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মো: কুরান আলীর বসত বাড়ির আশেপাশে লাগানো বেশ কয়েকটি ফলজ গাছ কেটে ফেলেছে।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, পেঁপে সহ বেশ কয়েকটি পেঁপে গাছ এবং কলমের আমের গাছ যা ধারাবাহিকভাবে প্রতিবছরই ফলন দিয়ে আসছে সেগুলো রাতের অন্ধকারে মাঝখান থেকে কেটে ফেলে রেখে দিয়েছে।
এ বিষয়ে কোরান আলী ও তার স্ত্রী গণমাধ্যমকে বলেন- দীর্ঘদিন যাবত তুলু মিয়া, পিতা: সমরুদ্দীন, মোঃ কফিল উদ্দিন পিতা:আকালি, সাইদ আলী পিতা: আকালি, সোহাগ,পিতা: ফুলচান, সোহান পিতা: ফুলচান দীর্ঘদিন যাবত আমাদেরকে নানা রকম অত্যাচার করে আসছে। বিশেষ করে আমাদের বাড়িতে আমরা দুজন ও পুত্রবধূ এবং আমাদের নাতি নাতনি ছাড়া বাড়ির যে সকল ছেলেরা রয়েছে তারা প্রবাসী। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের জায়গা জমি দখল করার একটা অপচেষ্টা দীর্ঘদিন ধরেই চালাচ্ছে। এমনকি আমাদের বাড়ির মহিলাদেরকে উত্তপ্ত করে সম্মানহানি করারও চেষ্টা চালিয়েছে।
কোন কিছুতেই সফলতা না পেয়ে রাতের অন্ধকারে এই ফলজ গাছগুলো কেটে আমাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি এক সময় আমাদের ঘরেও হামলা করেছিল।
আমরা অতি দ্রুত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানা এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট অভিযোগ দাখিল করব। আমরা এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।