
বিডিআর কল্যান পরিষদ রংপুরে ১৪০ জন বিডিআর সদস্যদের চাকুরী পূণবহালের দাবীতে মানববন্ধন
আব্দুল হালিম,স্ট্যাফরিপোর্টাস রংপুর বিভাগ
বিডিআর কল্যান পরিষদ রংপুরে ১৪০ জন বিডিআর সদস্যদের চাকুরী পূণবহালের দাবীতে ২৭ নভেম্বর সকাল ১১ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহীদ আবুসাইদ চত্তরে মানববন্ধন অনুষ্টিত হয়। বক্তরা বলেন, ২৫ ও ২৬ ফেব্রয়ারী ২০০৯ সালে পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডের ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনের হত্যার বিচারের দাবীতে সুষ্টুতদন্ত নিরপরাধ জেলবনাধি বিডিআর সদস্যদের মুক্তি এবং ১৮ হাজার ৫ শ ২০ জন চাকুরীচ্যুত বিডিআর সদস্যকে চাকুরীতে পূণবহালের দাবী জানান। বক্তারা দাবী করেন, দীর্ঘ ১৫ বছর যাবত সারাদেশে ১৮৫২০ বিডিআর চাকুরীচ্যুত। তারা রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কোন সংগঠনের সাথে সম্পৃক্ত নাই।
বিডিআর কল্যান পরিষদ রংপুর জেলা আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য রুবেল, সাহিদ, রাজু মিয়া ওরিমনের স্ত্রী বকরতব্য রাখেন। ২৭-১১-২০২৪