
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কে সরল ও সত্যিকার দেশপ্রেমিক মনে হচ্ছে!
নিউজ ডেস্ক:
অন্যের শোক বেদনাকে যে হৃদয় দিয়ে ধারণ করতে পারে, সেই হলো সত্যি কারের দেশ প্রেমিক ও মানবতার ফেড়িওয়ালা। তাদের জন্য দেশ স্বাধীন,
আজ তার একটি ভিডিও দেখলাম এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামেরবাড়ী জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে কবর জিয়ারতে সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কাঁন্না কন্ঠস্বরে আবেগ প্রভাবিত হয়ে ছিলেন।
সাধারণত, আওয়ামী লীগের পলিটিশিয়ানরা যেভাবে কাঁদে , হাসনাত আবদুল্লাহ কাঁন্নায় দেখেছি সেরকম নয়, আবেগ প্রভাবিত প্রকৃত কাঁন্না। তার গাল বেয়ে বেয়ে পড়েছে অশ্রুশিক্ত জল। তার চলন-বলন-কথনে রয়েছে অকৃত্রিম ভালোবাসা ও মানবতার গভীর প্রেম বিদ্যমান আছে।
দেশ পরিচালনায় অংশগ্রহণ করে শপথ গ্রহণ করে দায়িত্ব পালনের জন্য নিরলসভাবে কাজ শুরু করেন নবীন এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ,বাকিটা সময়ই বলে দেবে জাতীর জন্য কি করতে পারবেন এই নবীন সমন্যায়ক হাসনাত আব্দুল্লাহ।