
জিয়া পরিষদ মিঠাপুকুরে কর্মী সম্মেলন
দেশে গার্মেন্টস শিল্প,রেমিটেন্স,উচ্চ ফলনশীল ধানের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে সাইফুল ইসলাম
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম বলেছেন, দেশে গার্মেন্টস শিল্প,রেমিটেন্স, উচ্চ ফলনশীল ধানের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে। ৩০ নভেম্বর ২০২৪ শনিবার দুপুর ২ টায় মিঠাপুকুর হেনা মেমোরিয়াল মহাবিদ্যালয় অডিটরিয়ামে রংপুর জেলা জিয়া পরিষদ আয়োজনে মিঠাপুকুর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, নারী ক্ষমতায়নে কাজ করছিলেন জিয়াউর রহমান। কিভাবে আমরা তার অবদান ভূলি? গত ৫ আগষ্ট ২০২৪ এর আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত সহ আহতদের সুস্থ্যতা কামনা করেন।
কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন গণতন্ত্র একমাত্র রাস্তা। দেশকে ধবংসকারীরা তাকে হত্যা করল। দেশে সবচেয়ে ক্ষতি করেছে ফেসিষ্ট শেখ হাসিনা। দেশের সকল অর্জন ১৫ বছর শেষ করেছে তিনি।
জিয়া পরিষদ রংপুর জেলা আহবায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড.রোকনুজ্জামান, জিয়া মঞ্চের উপদেষ্টা মইন উদ্দিন। মিঠাপুকুর বিএনপি’র আহবায়ক অধ্যাপক গোলাম রব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সসন পাইকাড়। জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্মআহবায়ক অধ্যাপক সাজেদুর রহমান রানা,সিনিয়র যুগ্মআহবায়ক শামীমুল হক শামীম, মিঠাপুকুর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ফৌজিয়া ইয়াছমিন কনা, হাবিবুর রহমান টিটুল ও জিয়া পরিষদ রংপুর জেলা সদস্য সচিব রেজাউল ইসলাম ও রেজাউল করিম লাভলু প্রমুখ।