
বিবেক ও বুদ্ধিমান মা দিও আমি তোমাদের (দেশ)কে সুশিক্ষিত জাতি দেব !
নিউজ ডেস্ক,
বিশ্বের সবচেয়ে ঞ্জ্যানীব্যাক্তিদের উক্তি হলো তোমার আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদের (দেশ)কে একটি শিক্ষিত জাতি উপহার দিবো। এ কথাটি সত্য নয় আমি মনে করি, কেননা শিক্ষিত মা যদি সুশিক্ষা শিক্ষিত না হয় তাহলে দেশ কে সুশিক্ষিত জাতি দিতে পারবেন না।কারণ হলো মা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠার আগেই শিক্ষা নামের গুমড়াহী বদভ্যাসে শিক্ষা নিয়ে জীবন সাজাতে চেষ্টা করে,পাঠ্য শালায় শিক্ষার্থী থাকা অবস্থায় বর্তমান সমাজের ৯৮% মায়ের জাতি। এই উক্তিটিতে যদি এই ভাবে লেখা হতো তোমার আমাকে একটা সুশিক্ষায় শিক্ষিত মা দাও তাহলে আমি তোমাদের (দেশ)কে একটি সুশিক্ষিত জাতি উপহার দিবো যাহ্ সামাজিক ও পারিবারিক জীবন থেকে নেয়া শিক্ষাই জাতির জন্য খুবই উপকারী ও মঙ্গলময়। যাহারা শিক্ষা আমাদের সবাইকে দিয়ে গেছেন বিশ্বের মহা মানব রাসূলেখোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । তাইতো তিনি কোরআন ও হাদীসের আলোকে ব্যাখ্যা করে দিয়েছেন বাবা-মায়ের আদর্শে গড়া সুশিক্ষিত প্রতিটি সন্তানই জাতির জন্য উপযুক্ত উপহার।