
রংপুর জেলা ডিবি’র অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার: ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ডিবি’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরের সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন গংগাচড়া ইউপি’র চেংমারি মৌজাস্থ বালারঘাট টু গংগাচড়াগামী খাড়ারভাঞ্জ ব্রীজের উপর একটি ব্যাটারিচালিত অটো আটক পূর্বক বিধি মোতাবেক তল্লাশি করে যাত্রীবেশী ২ জনকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার হরেরাম গ্রামের শাহার আলীর স্ত্রী মোছাঃ শ্যামলী( ৪৫), একই জেলার হাতীবান্দা উপজেলার উত্তর জাওরানী গ্রামের আব্দুল কাদের পুত্র ফরিদুল ইসলাম (২০), এর দেহ তল্লাসী করে ডিবিপুলিশ অভিযুক্তের পরিহিত বোরকার ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত শরীরের সাথে বাঁধা অবস্থায় ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করেন। জব্দকৃত মালামালসহ থানায় এসআই হুমায়ুন কবির লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। এ ব্যাপারে রংপুর ডিএসবি পুলিশ সুপার,অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন ঘটনার সততা স্বীকার করেন।