
মোহনগঞ্জ উপজেলা সিএনজি মালিক সমিতি’র সভাপতি আবু সাঈদ শেখ মাসুদ সাধারণ সম্পাদক আলীনুর মিয়া
মানিক তালুকদার, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় সি.এন.জি মালিক সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বে ও নির্বাচন কমিশনের পরিচালনায় মোহনগঞ্জ উপজেলা সি.এন.জি মালিক সমিতি’র ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বারো সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী তিন বছর সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। নবনির্বাচিত সভাপতি মো. আবু সাইদ শেখ মাসুদ ও সাধারণ সম্পাদক মো. আলীনূর। সহ সভাপতি আলীনূর রহমান খান পাঠান ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. নাজমুল আহমেদ সৈকত।এছাড়া সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আট জন।
৬-১২-২০২৪