
আগড়দারিতে মৃত্যু শিশুর হাত পা বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার
মিস্ সালমা দেওয়ান নিজস্ব প্রতিনিধি
আশাশুনিউ উপজেলার অন্তর্গত কূল্ল্যা ইউনিয়নের মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল এর( ০৯) বছরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু কন্যা নুসরাত জাহান এর মৃত্য দেহ্ আজ বেলা ১৩:৩৫ মিনিটের সময় পাশের বাড়ির মোল্লা সোলেমান আজিজীর পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায়, শিশু নুসরাত জাহান এর মৃত্য দেহ্ দেখেছেন মোল্লা সোলেমান এর স্ত্রী, চিৎকার দিয়ে উঠলেন, চিৎকার শুনে লোকজন জঁড়ো হয়ে হাতে পায়ে বাঁধা অবস্থায় শিশু নুসরাত জাহানের মৃত্যু দেহ্ ভাসতে ছিল। প্রত্যক্ষদর্শী একজন বিষয়টি আশাশুনি থানায় ফোন করেন,খবর পেয়ে সংঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে, উর্ধ্বতন কর্মকর্তা( ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ নজরুল ইসলাম, কে জানায় খবর পেয়ে আঁশাশুনি ওসি সংঙ্গে সংঙ্গে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এবং এএসপি মহোদয়ের নিকট বার্তা পাঠিয়েছি,(তালা সার্কেল) জনাব মোহাম্মদ হাসানুর রহমান, স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বরাদ দিয়ে পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার সকালে কোন এক সময়ে পাশের সাম্বালা বসুর বাড়িতে অন্য বাচ্চাদের সঙ্গে নিয়ে খেলা করতে ছিল।সবার অজান্তে সে কোথায় চলে যায়, তার পর থেকেই আর নুসরাত জাহান কে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সকলে মিলে আশা পাশে অনেক খুঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। আজকের দুপুর সময় শিশু নুসরাত জাহান কে খুঁজে পাওয়া যায় তবে মৃত্যু। মোল্লা সোলেমান আজিজীর পুকুরে। পুলিশ ও এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁকে হত্যা করে হাত পা বেঁধে পুকুরে ডুবিয়ে দিয়েছে কেহ্। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে বিস্তারিত বলা সম্ভব হবে। আঁশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান (আঁশাশুনি ভারপ্রাপ্ত)ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।