2:46 am, Monday, 28 April 2025

সিদ্ধিরগঞ্জে জিএম কাদের চুন্নু শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সিদ্ধিরগঞ্জে জিএম কাদের চুন্নু শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

স্ট্যাফরির্পোটার্স মোহাম্মদ হাসান মাহমুদ প্রান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আরিফ (৩২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৪৫ জনকে নামীয় এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভুক্তভোগী আরিফ ১২ ডিসেম্বর আদালতে মামলা দায়েরের আবেদন করেন। আদালতের নির্দেশে (গত শুক্রবার ১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়েছে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে। সিদ্ধীর গঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে মামলার কার্যক্রম চলবে।’

এ মামলায় শামীম ওসমানের সহযোগী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী ইয়াসিন মিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মো. মজিবুল হক চুন্নুসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আরিফসহ আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন। তখন অভিযুক্তরা তাঁদের উদ্দেশে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

আরিফের হাঁটুতে গুলি লাগে এবং শরীরে অসংখ্য ছিটা গুলি বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙ্গে ফেললেন চেয়ারম্যান

সিদ্ধিরগঞ্জে জিএম কাদের চুন্নু শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Update Time : 04:46:13 pm, Sunday, 15 December 2024

সিদ্ধিরগঞ্জে জিএম কাদের চুন্নু শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

স্ট্যাফরির্পোটার্স মোহাম্মদ হাসান মাহমুদ প্রান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আরিফ (৩২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৪৫ জনকে নামীয় এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভুক্তভোগী আরিফ ১২ ডিসেম্বর আদালতে মামলা দায়েরের আবেদন করেন। আদালতের নির্দেশে (গত শুক্রবার ১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়েছে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে। সিদ্ধীর গঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে মামলার কার্যক্রম চলবে।’

এ মামলায় শামীম ওসমানের সহযোগী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী ইয়াসিন মিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মো. মজিবুল হক চুন্নুসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আরিফসহ আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন। তখন অভিযুক্তরা তাঁদের উদ্দেশে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।

আরিফের হাঁটুতে গুলি লাগে এবং শরীরে অসংখ্য ছিটা গুলি বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।