
কারিতাস(ELSRP) প্রকল্পের ভার্মি কম্পোস্ট সার উৎপাদন প্রশিক্ষণ
নিজস্ব প্রতিনিধি ডাঃ মোঃ সুহানূর রহমান
সুনামগঞ্জ জেলার ধর্ম পাশা উপজেলার অন্তর্গত ৪নং জয়শ্রী ইউনিয়নের,জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের মাঠে কারিতাস (ELSRP) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী ভার্মি কম্পোস্ট সার উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাসের ফিল্ড সহকারী মোহাম্মদ মজিবুর রহমান ও কারিতাস প্রকল্পের মাঠ সহায়াক লরেন্সন ম্নানখীন, মোহাম্মদ কামরুজ্জামান ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও বাজার জাত করণ প্রশিক্ষণ কর্মশালায় হাতে করি কম্পোস্ট সার তৈরির কাজ বুঝিয়ে দিয়েছেন, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্রবীণ ও নবীন কৃষক গণ। কৃষক মাঠ স্কুলের সকল সদস্য বৃন্দের উপস্থিতিতে, সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কারিতাস প্রকল্পের মাঠ সহায়াক লরেন্সন ম্নানর্খীন, গানে গানে ও কৌতুক রঙ্গ করে ভার্মি কম্পোস্ট সার ও কেঁচো কম্পোস্ট সার তৈরির জন্য উৎসাহ প্রদান করেন, তাইতো সকল উপস্থাপন ও উপস্থিত কৃষক ও দর্শকদের আনন্দ যোগীয়েছে,এলাকার স্থানীয় কিছু, নাট্য শিল্প ব্যক্তিত্ব বর্গ। ভার্মি কম্পোস্ট সার ও কেঁচো কম্পোস্ট সার উৎপাদন প্রশিক্ষণ কর্মশালায় এসব সার তৈরির ও বাজার জাত করণে আশানুরূপ সাড়া পাওয়া যাবে বলে মনে করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।