11:03 pm, Sunday, 20 April 2025

মিঠাপুকুরে শাড়ী পেচিয়ে এক মহিলার আত্ম হত্যা

মিঠাপুকুরে শাড়ী পেচিয়ে এক মহিলার আত্ম হত্যা

মোঃ রাসিক বিল্লাহ, মহানগর ব্যুরো চিফ্

 

রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত রূপসী ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের, শ্রী স্বপন চন্দ্রের পুত্র বধূ, শ্রীমতী অন্তরা রানী নিজের শোবার ঘরে ধর্নায় শাড়ী পেচিয়ে আত্ম হত্যার ঘটনা ঘটিয়েছে ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ভোরে মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়ন্থ রূপসী সর্দারপাড়া গ্রামে। ঘটনার বিবরনে প্রকাশ, ৩ মাস আগে রানীপুকুর ইউনিয়ন্থ মাদারপুর গ্রামের শ্রী অমল্য চন্দ্রের কন্যা শ্রীমতী অন্তরারানী’র সাথে রূপসী সর্দারপাড়া গ্রামের স্বপনের পুত্র আনন্দ চন্দ্রের আনুষ্টানিক ভাবে বিবাহ হয়। এলাকাবাসী জানান, স্বামী স্ত্রী’র মধ্যে কোন অমিল পাওয়া যায়নি। মেয়েটির স্থানীয় এলাকাবাসী লোকজনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে মৃত্যু শ্রীমতী অন্তরা রানী অন্য জায়গায় বিবাহর কথা ছিল। কিন্ত মাতা ও গ্রামবাসী সেখানে বিবাহ না দিয়ে আনন্দ চন্দ্রের সাথে বিবাহ দেন। গত শুক্রবার মেয়ের মা সহ গ্রামের ২ জন মহিলা স্বামীর বাড়ীতে রেখে যান। আজ মঙ্গলবার ভোরে অন্তরারানী অভিমানে তার স্বামীর বাড়ির পূর্ব দুয়ারী তার নিজ শোয়ার ঘরে তীরের সাথে শাড়ী পিচিয়ে আত্মহত্যা করেছেন । খবর পেয়ে মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীক জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে আত্মহত্য প্রমানিত হয়। লাশ ময়নাতদন্তের জন্য (রংমহ) রংপুর সদর হাসপাতালে পাটানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে বিস্তারিত বলা যাবে, পুলিশের বরাত দিয়ে জানিয়েছে।

 

১৭-১২-২০২৪

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা

মিঠাপুকুরে শাড়ী পেচিয়ে এক মহিলার আত্ম হত্যা

Update Time : 04:12:33 pm, Tuesday, 17 December 2024

মিঠাপুকুরে শাড়ী পেচিয়ে এক মহিলার আত্ম হত্যা

মোঃ রাসিক বিল্লাহ, মহানগর ব্যুরো চিফ্

 

রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত রূপসী ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের, শ্রী স্বপন চন্দ্রের পুত্র বধূ, শ্রীমতী অন্তরা রানী নিজের শোবার ঘরে ধর্নায় শাড়ী পেচিয়ে আত্ম হত্যার ঘটনা ঘটিয়েছে ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ভোরে মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়ন্থ রূপসী সর্দারপাড়া গ্রামে। ঘটনার বিবরনে প্রকাশ, ৩ মাস আগে রানীপুকুর ইউনিয়ন্থ মাদারপুর গ্রামের শ্রী অমল্য চন্দ্রের কন্যা শ্রীমতী অন্তরারানী’র সাথে রূপসী সর্দারপাড়া গ্রামের স্বপনের পুত্র আনন্দ চন্দ্রের আনুষ্টানিক ভাবে বিবাহ হয়। এলাকাবাসী জানান, স্বামী স্ত্রী’র মধ্যে কোন অমিল পাওয়া যায়নি। মেয়েটির স্থানীয় এলাকাবাসী লোকজনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে মৃত্যু শ্রীমতী অন্তরা রানী অন্য জায়গায় বিবাহর কথা ছিল। কিন্ত মাতা ও গ্রামবাসী সেখানে বিবাহ না দিয়ে আনন্দ চন্দ্রের সাথে বিবাহ দেন। গত শুক্রবার মেয়ের মা সহ গ্রামের ২ জন মহিলা স্বামীর বাড়ীতে রেখে যান। আজ মঙ্গলবার ভোরে অন্তরারানী অভিমানে তার স্বামীর বাড়ির পূর্ব দুয়ারী তার নিজ শোয়ার ঘরে তীরের সাথে শাড়ী পিচিয়ে আত্মহত্যা করেছেন । খবর পেয়ে মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দীক জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে আত্মহত্য প্রমানিত হয়। লাশ ময়নাতদন্তের জন্য (রংমহ) রংপুর সদর হাসপাতালে পাটানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে বিস্তারিত বলা যাবে, পুলিশের বরাত দিয়ে জানিয়েছে।

 

১৭-১২-২০২৪