
কাজী মোস্তফা রুমি: আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, পেয়েছে তার নিজস্ব আত্মপরিচয়।
তাই এই দিবসটিকে যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জিকরুল হাসান পিয়াসের নেতৃত্বে উক্ত বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, ত্যাগী ও নির্যাতিত নেতা, সময়ের সাহসী সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য মীর আবুল কালাম আজাদ রতন।
উক্ত র্যালীটি সহবতপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ রতন গণমাধ্যমকে বলেন – আজ মহান বিজয় দিবস। আজকের এই বিজয় দিবসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যাদের জীবনের মায়া ত্যাগ করা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি এই স্বাধীনতা তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
পাশাপাশি নাগরপুর দেলদুয়ারবাসী সহ সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
সহবতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সুন্দর এই বিজয় র্যালী করার জন্য আমি উপজেলা বিএনপি’র পক্ষ হতে সহবতপুর ইউনিয়ন বিএনপিকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সহবতপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত উক্ত বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি আহম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাসেম মানিক, উপজেলা বিএনপির সদস্য সেলিম রেজা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন সহ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।