
মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়ন আহবায়ক বিএনপি’র সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ
আব্দুল হালিম:
মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন আহবায়ক বিএনপি’র আয়োজনে সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ ২৭ ডিসেম্বর ২০২৪ বাদমাগরিব অভিরামপুর মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়।
বিএনপি’র সদস্য সংগ্রহ ও ৪ নম্বর ওয়ার্ড কমিটি উপলক্ষে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা যুগ্ম আহবায়ক ফৌজিয়া ইয়াছমিন চুন্নু। তিনি বলেন,গত ৫আগষ্ট ২০২৪ এর আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আরও বলেন, নারী ক্ষমতায়নে কাজ করেছিলেন জিয়াউর রহমান। কিভাবে আমরা তার অবদান ভূলি।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হযরত আলী। জতিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান চট্রগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনার ঘোষনা দেন।
পায়রাবন্দ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রউফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,
সদস্য সচিব শহীদুল ইসলাম, মনিরুজ্জামান, রাজিব চৌধুরী ও আনোয়ার হোসেন প্রমুখ।