
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের মাইলজানী কেন্দ্রীয় কবরস্থান মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে মাইলজানী কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়নকল্পে এক বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ ডিসেম্বর’২৪ শুক্রবার মাইলজানি কবরস্থানের সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিবের সভাপতিত্বে মাইলজানী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মোঃ মনিরুল ইসলাম ফারুকীর পরিচালনায় উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের সংগ্রামী সভাপতি, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ত্যাগী ও নির্যাতিত নেতা, নাগরপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী মীর আবুল কালাম আজাদ রতন।
উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং সহবতপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা।
অদ্যকার ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মদিনাতুল উলূম কওমিয়া মাদ্রাসা সাভার ঢাকার মুহতামীম হযরত মাওঃ মুফতি আবু রায়হান হাবিবী।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ রতন বলেন- আজকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই এলাকার সন্তান যিনি আমাদের নেতা ছিলেন খন্দকার আবু তাহের মহোদয়কে, যার নেতৃত্বে আমরা রাজনীতি করেছি।
আপনারা সবাই দেখেছেন বিগত সরকারের সময় হেফাজতে ইসলামের শত শত কুরআনের হাফেজকে ব্রাশফায়ার করে মেরে ফেলেছে। তাদেরকে কোন কথা বলতে দেয়নি। আমরা যে ইসলামের কোন কথা শুনবো গত আওয়ামী লীগ সরকার তা বলতে দেয়নি। আমাদের ধর্ম ইসলাম, এখানে প্রায় ৯৫% ইসলাম ধর্মের মানুষ, সেখানে আমাদের কন্ঠকে রোধ করা হয়েছে।
সবাই বলেছে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার পতন কখনো হবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমত আল্লাহ নিজের ইচ্ছায় মনে হয় টেনে হিঁচড়ে এদেশ থেকে তাকে বিতাড়িত করেছে।
আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য যে ৩১দফা দিয়েছেন সেখানে যুবকদের কথা বলা হয়েছে, নারীদের কথা বলে হয়েছে। তাদের অধিকার নিশ্চিতের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
৫ আগস্টে আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। রাষ্ট্রীয় সংস্কারের এই ৩১ দফায় এটাও বলা হয়েছে।
আমি আশা করছি আগামী দিনে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যেকোনো ধরনের ডাকে আপনারা আমাদের পাশে থাকবেন।
পাশাপাশি আপনাদের এই কবরস্থান উন্নয়নের জন্য সকল সময় আমি আপনাদের সাথে থাকবো, ইনশাআল্লাহ্।
উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন খান, নাগরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব মোঃ রফিকুল ইসলাম মোল্লা দিপন, নাগরপুর উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সৈয়দ জিকরুল হাসান পিয়াস, নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম মানিক, সহবতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ।
এছাড়াও উক্ত ওয়াজ মাহফিলে অসংখ্য মুসল্লী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।