
কাজী মোস্তফা রুমি: নাগরপুরের সহবতপুরে কাজীরপাচুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়নকল্পে যুব সমাজের উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি’২৫ শুক্রবার বাদ আছর হইতে কাজীরপাচুরিয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের সংগ্রামী সভাপতি, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ত্যাগী ও নির্যাতিত নেতা, নাগরপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মীর আবুল কালাম আজাদ রতন।
ওয়াজ মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা।
উক্ত ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওঃ মুফতি ইব্রাহীম খলিল।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ রতন বলেন- ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি বিধান যথাযথভাবে পালনের মাধ্যমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি। পরকালের অনন্ত জীবনের শান্তি লাভের আশায় অবশ্যই আমাদেরকে যথাযথভাবে ধর্ম পালন করতে হবে।
কাজীরপাচুরিয়া কেন্দ্রীয় মসজিদের যেকোনো উন্নয়নকল্পে আমি আপনাদের সাথে আছি এবং আগামী দিনেও ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে থাকবো, ইনশাআল্লাহ্।
এ সময় স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য মুসল্লী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।