9:40 pm, Sunday, 20 April 2025

জয়পুরহাট জেলা কালাই আলুর ক্ষেতে মৃত দেহ

জয়পুরহাট জেলা কালাই আলুর ক্ষেতে মৃত দেহ

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার  জিন্দারপুর  কুজাইল করিমপুর গ্রামে আলুর  মাঠ থেকে মালেক খান  (৬০ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনরা ও স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার ৩ জানুয়ারী  সকালে  বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দক্ষিণ কুজাইল গ্রামে আলুর মাঠে ওই বৃদ্ধের  মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দিলে  ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালের মর্গে পাঠায়।

এবিষয়ে মৃত্যুের স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায়   বাড়ি থেকে বের হয়ে যায় তার স্বামী, তারপর গতকাল তাকে রাতেও বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করা হয়, আজ বেলা ১১ টার দিকে  আমি শুনতে পাই আমার স্বামীর লাশ মাঠে পাওয়া  গেছে৷

মালেক খানের ছেলে সিদ্দিক বলেন৷ আমার বাবা সুস্থ একজন মানুষ একটি পরিকল্পিত হত্যা৷ কারণ গত এক বছর যাবত আমার সবজির বাগানের  চারা গাছ ফলজ  গাছ কয়েক  বিঘায় কর্তন করেছে৷ প্রতিবেশী কালামসহ   কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছি সেটি বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে৷ আমি পার্শ্ববর্তী  আলীর থেকে গভির নলকূপ ক্রয় করেছি ওনিও আমার গভীর নল কুপের  একমাস পূর্বে  তালা দিয়েছিলো  আমার ধারণা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হতে পারে বলেও জানান তার ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  জাহিদুল ইসলাম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের পর রহস্য উদঘাটন করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান আওয়ামীলীগ নেতা গ্রেফতার

জয়পুরহাট জেলা কালাই আলুর ক্ষেতে মৃত দেহ

Update Time : 09:17:23 pm, Friday, 3 January 2025

জয়পুরহাট জেলা কালাই আলুর ক্ষেতে মৃত দেহ

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার  জিন্দারপুর  কুজাইল করিমপুর গ্রামে আলুর  মাঠ থেকে মালেক খান  (৬০ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনরা ও স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার ৩ জানুয়ারী  সকালে  বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দক্ষিণ কুজাইল গ্রামে আলুর মাঠে ওই বৃদ্ধের  মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দিলে  ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালের মর্গে পাঠায়।

এবিষয়ে মৃত্যুের স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায়   বাড়ি থেকে বের হয়ে যায় তার স্বামী, তারপর গতকাল তাকে রাতেও বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করা হয়, আজ বেলা ১১ টার দিকে  আমি শুনতে পাই আমার স্বামীর লাশ মাঠে পাওয়া  গেছে৷

মালেক খানের ছেলে সিদ্দিক বলেন৷ আমার বাবা সুস্থ একজন মানুষ একটি পরিকল্পিত হত্যা৷ কারণ গত এক বছর যাবত আমার সবজির বাগানের  চারা গাছ ফলজ  গাছ কয়েক  বিঘায় কর্তন করেছে৷ প্রতিবেশী কালামসহ   কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছি সেটি বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে৷ আমি পার্শ্ববর্তী  আলীর থেকে গভির নলকূপ ক্রয় করেছি ওনিও আমার গভীর নল কুপের  একমাস পূর্বে  তালা দিয়েছিলো  আমার ধারণা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হতে পারে বলেও জানান তার ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  জাহিদুল ইসলাম  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের পর রহস্য উদঘাটন করা যাবে।