
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ গাজীপুর শ্রীপুরে
শাহিন আলম,বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোলার সিরামিকস লিমিটেড কারখানার শ্রমিকরা।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার কেওয়া নতুন বাজার এলাকায় শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা।
জানা গেছে, শ্রমিকদের অবরোধের ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বোঝানোর পর তারা সড়ক থেকে সরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
কারখানার একাধিক শ্রমিক জানান, তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এ অবস্থায় সময়মতো বেতন না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। বহুবার বেতন পরিশোধের দাবি জানালেও কর্তৃপক্ষ সমাধান দেয়নি। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
সোলার সিরামিকস লিমিটেড কারখানার শ্রমিক হামিদ জানান, গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুর থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। আগামী সপ্তাহে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে রাস্তা থেকে সরে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। মালিকপক্ষ আগামী রোববারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে।