
মাধ্যমিক ও নিন্ম্য মাধ্যমিক শিক্ষক,কর্মচারী এমপিওভুক্ত নিয়ে তালবাহানা
নিজস্ব প্রতিবেদক দেওয়ান সালমা আক্তার
রংপুর বিভাগের(ডিডি) উপ-পরিচালক মোহা:আব্দুর রশিদ সাহেব নতুন এমপিওভুক্তির জন্য ফাইল (Approve) করার শেষ দিন আজ হলেও তিনি শিক্ষক কর্মচারী এমপিওভুক্তির ফাইলের কাজ না করে ছুটি নিয়ে বাসায় আছেন।অথচ আজ ০৮/০১/২৫ ইং তারিখ গত হলে পরবর্তী দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই ধরনের কাজ পূর্বের (ডিডি) উপ-পরিচালক মোহা শফিকুল ইসলাম সাহেব ও করেছিলেন। একজন (ডিডি) অর্থাৎ উপ-পরিচালকের এটাই কি দ্বায়িত্ব পালন করছেন, কিনা আমার জানা নেই, এমনকি অনেক শিক্ষক কর্মচারী আছেন যারা দীর্ঘ ২০/২২ বছর যাবৎ বেতন ভাতা বিহীন দ্বায়িত্ব পালন করে, শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তো মানবেতর জীবনযাপন করছেন। মাধ্যমিক ও উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার ফাইল (Approve) করেন কিন্তু উপ পরিচালকের দপ্তরে ফাইল জমা হলে তা সঠিকভাবে যাচাই-বাছাই না করেই ,উৎকোচ গ্রহনের জন্য বাতিল করে দেওয়া হয় নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষক কর্মচারী এমপিওভুক্তির বিষয়ে আবেগ আপ্লুত হয়ে বলেছেন আমি ও সহকর্মী শিক্ষক কর্মচারীদের এই মানবেতর জীবন-যাপনের দূর্ভোগ থেকে মুক্তির জন্য,(ডিডি) উপ পরিচালক মহোদয়। উপযুক্ত কারণ উল্লেখ না করে ফাইল গুলোর কার্যক্রম ঝুলিয়ে রাখে।এ ব্যাপারে শিক্ষক কর্মচারীরা উপ পরিচালক মহোদয় এর সংঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিনীতভাবে ফাইল গুলোর কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে তিনি অনৈতিক আচরণ করে থাকেন যা আমাদের কাম্য নয়। এবিষয়ে সঠিকভাবে তদন্ত পূর্বক দ্রুত গতিতে সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।