6:11 am, Thursday, 1 May 2025

ছাত্রশিবির রংপুর মহানগর শাখার ২০২৫ সালের নতুন কমিটি প্রকাশ

ছাত্রশিবির রংপুর মহানগর শাখার ২০২৫ সালের নতুন কমিটি প্রকাশ

স্টাফ রিপোর্টার এমএ মতিন

গত শনিবার ১১ই ডিসেম্বর মরহুম আনোয়ারুল ইসলাম স্মৃতি মিলনায়তনে সদস্য সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর। উক্ত সমাবেশে মহানগর কমিটি গঠন করা হয়,প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির নেতৃত্ব তৈরির কারখানা। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সৎ,দক্ষ, মেধাবী নেতৃত্বের বিকল্প নেই। আর এই নেতৃত্ব তৈরি হবে শিবির থেকে, শিবিরকে এই দায়িত্ব যথাযথ পালন করতে হবে। প্রোগ্রামে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা তিনি সদস্যদের উদ্দেশ্য কেন্দ্রীয় সভাপতির নসিহা ও মৌলিক কাজ গুলো করার ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন
আট শহীদের রংপুর  আমাদের প্রেরণা।
২.২৪ এর আন্দোলনের সকল শহীদ আমাদের অস্তিত্ব। বছরের সাংগঠনিক ও ব্যক্তিগত পরিকল্পনা নিতে হবে।
১.ফজরের বরকত সময় কাজে লাগেতে হবে।
রাত ১০ টার পরে অনলাইন থেকে বিরত থাকতে হবে।
২. দিনের শুরু হবে তাহাজ্জুদ নামাজ, কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যায়নের মাধ্যমে।
৩. ক্লাসে উপস্থিত বাধ্যতামূলক।
৪.দাওয়াতী দিন প্রতিদিন,  মসজিদ গুলো দাওয়াতের কেন্দ্র হবে, যেখানেই ছাত্র সেখানেই আমরা।
৫. নিজ ময়দান হতে উমর এর মতো মানুষ তৈরি করা।
৬. থানা, ওয়ার্ড ও উপশাখা  নিজ প্রোগ্রাম বাস্তবায়ন করবে।
৭. ব্যয়ের প্রয়োজনে আয়, রশিদ ছাড়া আয় নাই, ভাউচার ছাড়া ব্যয় নেই।
৮. প্রত্যেক থানায় এক মাসে ১ টি টিএস, পরের মাসে ১ টি শব্বেদারি আয়োজন করা।
৯. প্রত্যেক জনশক্তিকে কমপক্ষে ৩০০ পৃষ্ঠা সাহিত্যে অধ্যয়ন/ পড়া।
১০.  স্কীলফুল জনশক্তি তৈরি করা।
১১. সকল মুসলিম এক উম্মাহ, সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থাকতে হবে।
১২. অনলাইন / মিডিয়া জগতে সব সময় পজিটিভ পোস্ট করতে হবে।কোন দল বা ব্যক্তির প্রতি বিরূপ মন্তব্য করা যাবে না।
১৩. সকল প্রোগ্রামে ছুটি বাধ্যমূলক ভাবে নিতে হবে। শহীদ আব্দুল মালিক ভাইয়ের ন্যায় সময়ের ব্যাপারে  দৃষ্টান্ত  স্থাপন করা।
১৪. সকল প্রোগ্রামে এহতেসাব, পরামর্শ চর্চা করতে হবে।
১৫. প্রতিদিন টেবিল ওয়ার্ক/ দিনের শুরুর পরিকল্পনা নেওয়া।
১৬. সর্বশেষ আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের তামান্না নিয়ে কাজ করা।
আমি ও আমরা এমন এক স্বপ্নদেখি, যে রংপুর  মহানগর  হবে এক জান্নাতি ময়দান।
আল্লাহ আমাদের সকল কর্মপ্রচেষ্টা তাঁর দ্বীনের জন্য কবুল করুন— আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নরসিংদীর লটকন পেল জিআই পণ্যের মর্যাদা: জেলা প্রশাসকের হাতে সনদ হস্তান্তর

ছাত্রশিবির রংপুর মহানগর শাখার ২০২৫ সালের নতুন কমিটি প্রকাশ

Update Time : 11:24:39 am, Sunday, 12 January 2025

ছাত্রশিবির রংপুর মহানগর শাখার ২০২৫ সালের নতুন কমিটি প্রকাশ

স্টাফ রিপোর্টার এমএ মতিন

গত শনিবার ১১ই ডিসেম্বর মরহুম আনোয়ারুল ইসলাম স্মৃতি মিলনায়তনে সদস্য সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর। উক্ত সমাবেশে মহানগর কমিটি গঠন করা হয়,প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির নেতৃত্ব তৈরির কারখানা। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সৎ,দক্ষ, মেধাবী নেতৃত্বের বিকল্প নেই। আর এই নেতৃত্ব তৈরি হবে শিবির থেকে, শিবিরকে এই দায়িত্ব যথাযথ পালন করতে হবে। প্রোগ্রামে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা তিনি সদস্যদের উদ্দেশ্য কেন্দ্রীয় সভাপতির নসিহা ও মৌলিক কাজ গুলো করার ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন
আট শহীদের রংপুর  আমাদের প্রেরণা।
২.২৪ এর আন্দোলনের সকল শহীদ আমাদের অস্তিত্ব। বছরের সাংগঠনিক ও ব্যক্তিগত পরিকল্পনা নিতে হবে।
১.ফজরের বরকত সময় কাজে লাগেতে হবে।
রাত ১০ টার পরে অনলাইন থেকে বিরত থাকতে হবে।
২. দিনের শুরু হবে তাহাজ্জুদ নামাজ, কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যায়নের মাধ্যমে।
৩. ক্লাসে উপস্থিত বাধ্যতামূলক।
৪.দাওয়াতী দিন প্রতিদিন,  মসজিদ গুলো দাওয়াতের কেন্দ্র হবে, যেখানেই ছাত্র সেখানেই আমরা।
৫. নিজ ময়দান হতে উমর এর মতো মানুষ তৈরি করা।
৬. থানা, ওয়ার্ড ও উপশাখা  নিজ প্রোগ্রাম বাস্তবায়ন করবে।
৭. ব্যয়ের প্রয়োজনে আয়, রশিদ ছাড়া আয় নাই, ভাউচার ছাড়া ব্যয় নেই।
৮. প্রত্যেক থানায় এক মাসে ১ টি টিএস, পরের মাসে ১ টি শব্বেদারি আয়োজন করা।
৯. প্রত্যেক জনশক্তিকে কমপক্ষে ৩০০ পৃষ্ঠা সাহিত্যে অধ্যয়ন/ পড়া।
১০.  স্কীলফুল জনশক্তি তৈরি করা।
১১. সকল মুসলিম এক উম্মাহ, সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থাকতে হবে।
১২. অনলাইন / মিডিয়া জগতে সব সময় পজিটিভ পোস্ট করতে হবে।কোন দল বা ব্যক্তির প্রতি বিরূপ মন্তব্য করা যাবে না।
১৩. সকল প্রোগ্রামে ছুটি বাধ্যমূলক ভাবে নিতে হবে। শহীদ আব্দুল মালিক ভাইয়ের ন্যায় সময়ের ব্যাপারে  দৃষ্টান্ত  স্থাপন করা।
১৪. সকল প্রোগ্রামে এহতেসাব, পরামর্শ চর্চা করতে হবে।
১৫. প্রতিদিন টেবিল ওয়ার্ক/ দিনের শুরুর পরিকল্পনা নেওয়া।
১৬. সর্বশেষ আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের তামান্না নিয়ে কাজ করা।
আমি ও আমরা এমন এক স্বপ্নদেখি, যে রংপুর  মহানগর  হবে এক জান্নাতি ময়দান।
আল্লাহ আমাদের সকল কর্মপ্রচেষ্টা তাঁর দ্বীনের জন্য কবুল করুন— আমিন।