
নাটোরের লালপুরে নর্থবেঙ্গল সুগার মিলে ফটোক সভা
নাটোর প্রতিনিধি:
পে-কমিশনের কর্মচারি ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫% টাকা প্রতিমাসে শ্রমিক এবং দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে এবং কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিক্তিক জনবলদের মহার্ঘ ভাতা ঘোষনার দাবীতে ফটোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে নর্থবেঙ্গল সুগার মিলের প্রশাসনিক চত্বরে নর্থবেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে ফটোক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নর্থবেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু,সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সহ সভাপতি মনিরুল ইসলাম,প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সকল ইউনিটের সদস্য ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বর্তমান অন্তবর্তী সরকারের কাছে দাবী জানান আউটষ্টেশন গার্ড এবং ক্রয় করনীয় এর ন্যায্য হাজিরা নিশ্চিত করা।অভ্যন্তরীন ভাবে মৌসুমি সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ দিতে হবে।স্থগিতাদেশ প্রত্যাতার করে মৌসুমি জনবলকে স্থায়ী পদে সমন্বয় নিশ্চিত করতে হবে। দক্ষ কর্মি তৈরির স্বার্থে দৈনিক হাজিরার চুক্তিভিক্তিক জনবলদের নিয়োগ দিতে হবে।