5:17 am, Thursday, 1 May 2025

আন্ধারীয়ার জমিজমা সংক্রান্ত বিরোধে দাঁড়ালো দায়ের আঘাতে ৬ আহত



আন্ধারীয়ার জমিজমা সংক্রান্ত বিরোধে দাঁড়ালো দায়ের আঘাতে ৬ আহত

নিজস্ব প্রতিবেদক মোঃ আকাব্বর হোসেন

শেরপুর সদর উপজেলা ১২ নং কামাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চকআন্ধাড়িয়া কলাপাড়ায় গ্রামের হাজী আবুবক্কর সিদ্দিক ও নুরু মিয়ার ছেলেদের সাথে ফসলি জমি নিয়ে বিরোধের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন এরমধ্যে নুরু মিয়া (৬৫), মোঃ মোফাজ্জল হোসেন (৫৫) ও ইব্রাহিম মিয়া ৩০, গোলাম রসুল (৩৫) মোছাঃ ছখিনা খাতুন(৪০), মোঃ নুরুল হক মিয়া আহ্ হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ছয়টা উপজেলার কামাড়িয়া ইউনিয়নের চক আন্ধারিয়া কলাপাড়ায় এলাকার উত্তর মাঠে একটি বিবাদমান আবাদী জমির মাপযোগকের ডিগ্রি অর্জনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে দায়েরঘাতে ছখিনা খাতুন এর বাম হাতের তিনটি আংগুল দেহ থেকে বিছিন্ন হয়ে যায় জানাগেছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে সদর থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দুই পরিবারের স্বজনেরা, হাজী আবুবক্কর সিদ্দিক গ্রুপের, রোজিনা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটা হত্যা চেষ্টা মামলায় দায়ের করেন এবং আবু চাঁন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে শেরপুর থানার পুলিশ অন্যান্য আসামি গ্রেফতার প্রচেষ্ঠা চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নরসিংদীর লটকন পেল জিআই পণ্যের মর্যাদা: জেলা প্রশাসকের হাতে সনদ হস্তান্তর

আন্ধারীয়ার জমিজমা সংক্রান্ত বিরোধে দাঁড়ালো দায়ের আঘাতে ৬ আহত

Update Time : 11:48:25 pm, Tuesday, 14 January 2025


আন্ধারীয়ার জমিজমা সংক্রান্ত বিরোধে দাঁড়ালো দায়ের আঘাতে ৬ আহত

নিজস্ব প্রতিবেদক মোঃ আকাব্বর হোসেন

শেরপুর সদর উপজেলা ১২ নং কামাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চকআন্ধাড়িয়া কলাপাড়ায় গ্রামের হাজী আবুবক্কর সিদ্দিক ও নুরু মিয়ার ছেলেদের সাথে ফসলি জমি নিয়ে বিরোধের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন এরমধ্যে নুরু মিয়া (৬৫), মোঃ মোফাজ্জল হোসেন (৫৫) ও ইব্রাহিম মিয়া ৩০, গোলাম রসুল (৩৫) মোছাঃ ছখিনা খাতুন(৪০), মোঃ নুরুল হক মিয়া আহ্ হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ছয়টা উপজেলার কামাড়িয়া ইউনিয়নের চক আন্ধারিয়া কলাপাড়ায় এলাকার উত্তর মাঠে একটি বিবাদমান আবাদী জমির মাপযোগকের ডিগ্রি অর্জনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে দায়েরঘাতে ছখিনা খাতুন এর বাম হাতের তিনটি আংগুল দেহ থেকে বিছিন্ন হয়ে যায় জানাগেছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে সদর থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী দুই পরিবারের স্বজনেরা, হাজী আবুবক্কর সিদ্দিক গ্রুপের, রোজিনা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটা হত্যা চেষ্টা মামলায় দায়ের করেন এবং আবু চাঁন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে শেরপুর থানার পুলিশ অন্যান্য আসামি গ্রেফতার প্রচেষ্ঠা চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।