
নিউজ ডেস্ক: অভিনন্দন জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকায় আলোচিত সংবাদ কর্মী ও জননন্দিত ব্যাক্তি জয়পুরহাট জেলার কালাই উপজেলা শাইলগুন গ্রামের কৃতি সন্তান মরহুম আক্কাছ আলীর পুত্র এলাকার পঞ্চমুখ বিশিষ্ট সাংবাদিক মোঃ মতিউর রহমানকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “চেতনায় মুক্তিযোদ্ধা” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনোনীত করায়” “সাংবাদিক কল্যাণ সংগঠন” এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
সেই সাথে দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সফলতা কামনা করছি। এবং জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক -মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । দেশ ও দেশের বাইরে থাকায় সকলের কাছে দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি ধন্যবাদ।
মোঃ মতিউর রহমান আকন্দ
ভারপ্রাপ্ত সম্পাদক
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ১৭৭/মাহতাব সেন্টার,১১তলা কক্ষনং৩৯/৪০ বিজয় স্বরনী কাঁকড়াইল ঢাকা ১০০০.+৮৮০৯৬৩৮১২৬৩১৮।