
নর্থ বেঙ্গল জুট মিলস (প্রা:) লিমিটেড ব্যবস্থপনা পরিচালক মাহবুবুর রহমান গং এর বিরুদ্ধে দায়ের করা মামলা আদালতে খারিজ
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার,রংপুর
নর্থ বেঙ্গল জুট মিল প্রাইভেট লিমিটেড এর বৈধ ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুর রহমান গং এর বিরুদ্ধে মামলাটি গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে চীফ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রংপুর মো: তারিখ হোসেন খারিজ করে দেন। যার মিস কেস নং ৪০৩/২৪। মামলাটি জুট
মিলটির সাবেক পরিচালক মো: ওয়াহেদ শাহ চৌধুরী গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখে দাখিল করেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। উল্লেখ্য
মো:ওয়াহেদ শাহ চৌধুরী সহ সাবেক চেয়ারম্যান, মো: আবুল কাশেম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক বলরাম শাহ সহ ৭ জন জুট মিল টির এমডি মো:মাহবুবুর রহমানের দায়ের করা আরেক টি মামলায় জামিনে রয়েছে। উল্লেখ্য জুট মিলসটি মোঃ মাহবুবুর রহমানের কাছে বিক্রয় করছেন ওয়াহেদ শাহ চৌধুরী গং। ব্যাংকের টাকা লুটপাট করে পালিয়েছেন জুট মিলটির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, যুগ্ন আহ্বায়ক মহানগর আওয়ামীলীগনেতা
আবুল কাশেম,বলরাম শাহ। উক্ত জুট মিলটি অবৈধভাবে খুনি হাসিনার আওয়ামী লীগের দোসরা তৎকালীন আওয়ামী প্রশাসনকে ব্যবহার করে ২২/২/২৪ তারিখে দখল করে নেয়। জুট মিলসটির দখলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলমান রয়েছে উভয় পক্ষ জানান।
নর্থ বেঙ্গল জুট মিলস কে বাঁচানো প্রয়োজন
রংপুরের মিঠাপুকুর উপজেলার একমাত্র পাটজাত পণ্য তৈরির কারখানা নর্থ বেঙ্গল জুট মিলস্ প্রাইভেট লিমিটেড এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ০৯/২/২৪ । একটি মহল মিলসটি সম্পূর্ণ
অবৈধভাবে এবং আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জনতা ব্যাংক পি এল সির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা মধ্যে দখল করেছেন। এলাকাবাসী জানান প্রশাসনের পদক্ষেপ জরুরী। মহলটি মালিকানা দ্বন্ধের কথা বলে আসছে
আসলে তারা এখন আর জুট মিলসটির কেউ না।
১৫-০১-২০২৫