
অবৈধ ব্যবসার নিরাপদ রুট বদনাতলী লঞ্চ ঘাট
হাফিজ উল্লাহ,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী লঞ্চ ঘাটটি দীর্ঘ দিন ধরে অবৈধ ব্যবসার নিরাপদ রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে। রাত যত গভীর হয় এ ঘাটে অপরাধের মাত্রা ততই বাড়তে থাকে। এ ঘাটে অবৈধ ব্যবসার একটি শক্তিশালি সিন্ডিকেট রয়েছে। স্থানীয় সূত্র জানায় আওয়ামীলীগ ও বিএনপির একটি গ্রুপ এই সিন্ডিকেটের সাথে জড়িত। অবৈধ ব্যবসায়ীরা বিভিন্ন ধরনে অবৈধ মালামাল পরিবহনের জন্য এই ঘাট ব্যবহার করে থাকেন। গত বৃহস্পতি বার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় বদনাতলী থেকে জাটকা ও কাচকি বোঝাই দুটি ট্রাক কাটাখালী বাজারে আসলে স্থানীয় জনতা ট্রাক দুটি আটক করে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান কে খবর দিলে তিনি পুলিশ সহ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী কে ঘটনা স্থলে পাঠান। মৎস্য কর্মকর্তা ঘটনা স্থলে গিয়ে দুটি ট্রাক জব্দ করে রাত আনুমানিক ৩ টার সময় থানায় নিয়ে আসেন। মাছ পরিবহনের সাথে জড়িত একজন জানান রতনদী তালতলী ইউনিয়ন যুব দলের আহ্বায়ক শাহজালাল সিকদার মাছের ডোল প্রতি ৩০ টাকা চাঁদা নেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান ৫ আগষ্টের পর থেক বদনাতলী লঞ্চঘাটের অবৈধ ব্যবসার সিন্ডিকেটের নেতৃত্ব দেন শাহজালাল সিকদার।