
অসহায় হতদরিদ্র পরিবারের বিয়ের ব্যবস্থা করেন সেবা ফাউন্ডেশন
এম.এ মতিন,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে এক হতদরিদ্র ও অসহায় বাবা’র মেয়ে বিবাহের খরচের ব্যয়ভার বহন করেছে সেবা ফাউন্ডেশন বাংলাদেশ । সেবা ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক রফিক শাহ জানান, বিষয়টি অবগত করলে আমরা তাৎক্ষণিক দাতা ভাইদের সহযোগিতায় বিবাহের যাবতীয় খরচ বহন করে বিবাহ সম্পূর্ণ করার পদক্ষেপ গ্রহণ করি এবং বিবাহ সম্পন্ন করি।
উক্ত সংগঠনের সভাপতি শিপন সেন লিয়ন বলেন, আমাদের এই সংগঠন উত্তরবঙ্গের প্রতিটি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সেবা ফাউন্ডেশন বাংলাদেশের সেবারিয়ান টিম মানবতার পক্ষে সর্বদা সোচ্চার। তাই আসুন আমরাও নিজ নিজ জায়গা থেকে আমাদের আশেপাশের অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই।