1:17 am, Saturday, 19 April 2025

খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতীর (রঃ)স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ

খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতীর (রঃ)স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ

জীবন দেওয়ান উজ্জ্বল,নিজস্ব প্রতিবেদক:

পাক ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ধর্ম প্রচারক ও যোগের শ্রেষ্ঠ অলিকূলের শিরোমণি হীন্দে সুলতান গাঁজা গরীবে নেওয়াজ মাঈনউদ্দিন চিস্তি(রঃ) স্বরণে, ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে মতলব উত্তরের ছেংগারচর পৌর এলাকার জোরখালী গ্রামের দুলাল ফকিরের বাড়িতে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ওলী, তরিকতে চিশতিয়ার শীরমনি আতায়ে রাসূল হযরত খাজা মইনুদ্দিন চিশতি গরীবে নেওয়াজ (রঃআঃ)-এর স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ মোবারক ও মিলাদ মাহফিল আজ বেলা সাড়ে বারোটায় থেকে শুরু হয়েছে

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে জোরখালী পূর্ব পাড়া জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও দুলাল ফকিরের মায়ের মাজারে ফুলের শ্রদ্ধাঞ্জলী ও গিলাপ চরানোর মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। আগামীকাল রবিবার ফাতেহা পাঠ, ছেমায় মাহফিল, ও আখেরী মুনাজাতের মধ্যে দিয়ে খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতীর স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ মোবারকের কার্যক্রম শেষ হবে।
ওরশ মোবারকে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে ওরশের সমুদয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্ত আসে খান আসছে। মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে আনন্দ প্রফুল্ল মনে কেউই কেউই তবারকে শরিক হতে টাকা দিচ্ছে কেউই মাংস, দিচ্ছি আবার অনেকই সার্ভীক সহযোগিতা করছেন। এলাকার স্থানীয় বেশ কিছু ব্যাক্তির সাথে কথা বলে জানা গেছে দীর্ঘ ৫৬ বছর ধরে আমার এই অনুষ্ঠানে উপস্থিত হই আত্ম তৃপ্তির জন্য। খাঁজা গরীবে নেওয়াজ মাঈনউদ্দিন চিস্তি রঃ স্বরণে সকলে একত্রিত হয়ে উনার উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বাংলাদেশ ও বিশ্ব বাসিকে সকল বালামুচিবৎ থেকে রক্ষা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ছাতকে দ্রুত সময়ের মধ্যে পাকা বোরো ধান কেটে ঘরে তুলার নির্দেশনা

খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতীর (রঃ)স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ

Update Time : 05:46:14 pm, Saturday, 18 January 2025

খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতীর (রঃ)স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ

জীবন দেওয়ান উজ্জ্বল,নিজস্ব প্রতিবেদক:

পাক ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ধর্ম প্রচারক ও যোগের শ্রেষ্ঠ অলিকূলের শিরোমণি হীন্দে সুলতান গাঁজা গরীবে নেওয়াজ মাঈনউদ্দিন চিস্তি(রঃ) স্বরণে, ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে মতলব উত্তরের ছেংগারচর পৌর এলাকার জোরখালী গ্রামের দুলাল ফকিরের বাড়িতে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ওলী, তরিকতে চিশতিয়ার শীরমনি আতায়ে রাসূল হযরত খাজা মইনুদ্দিন চিশতি গরীবে নেওয়াজ (রঃআঃ)-এর স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ মোবারক ও মিলাদ মাহফিল আজ বেলা সাড়ে বারোটায় থেকে শুরু হয়েছে

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে জোরখালী পূর্ব পাড়া জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও দুলাল ফকিরের মায়ের মাজারে ফুলের শ্রদ্ধাঞ্জলী ও গিলাপ চরানোর মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। আগামীকাল রবিবার ফাতেহা পাঠ, ছেমায় মাহফিল, ও আখেরী মুনাজাতের মধ্যে দিয়ে খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতীর স্মরণে দুইদিন ব্যাপি ৫৬ তম ওরশ মোবারকের কার্যক্রম শেষ হবে।
ওরশ মোবারকে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে ওরশের সমুদয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্ত আসে খান আসছে। মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে আনন্দ প্রফুল্ল মনে কেউই কেউই তবারকে শরিক হতে টাকা দিচ্ছে কেউই মাংস, দিচ্ছি আবার অনেকই সার্ভীক সহযোগিতা করছেন। এলাকার স্থানীয় বেশ কিছু ব্যাক্তির সাথে কথা বলে জানা গেছে দীর্ঘ ৫৬ বছর ধরে আমার এই অনুষ্ঠানে উপস্থিত হই আত্ম তৃপ্তির জন্য। খাঁজা গরীবে নেওয়াজ মাঈনউদ্দিন চিস্তি রঃ স্বরণে সকলে একত্রিত হয়ে উনার উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বাংলাদেশ ও বিশ্ব বাসিকে সকল বালামুচিবৎ থেকে রক্ষা করেন।