
জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ৬
নিজস্ব প্রতিবেদক মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল
শেরপুর জেলা সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়নের অন্তর্গত০৫নংওয়ার্ডের চকআন্ধারিয়া কলাপাড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে ও তাঁর সহযোগীরা বিজ্ঞ আদালতের রায় অমান্য করে, কাপনের কাপড় মাথায় বেঁধে ফেইসবুকে লাইফ এসে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করে ভোর ছয়টা সময় বাক্কার হাজীর নিড়িহ্ ছেলেদের উপরে অর্তকৃত হামলা চালিয়ে আহৎ করেন, এবং গুরুর্তত্ব আহৎদের এলাকার স্থানীয় কিছু লোক উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন এবং মোঃ আব্দুল হানি মিয়া (৪৫) মোঃ মাসুদ মিয়া (৩০), মোঃ হুসাঈন মিয়া (২৮), ও মোছাঃ রোজিনা আক্তার (২৯) এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,সহ আরও দুএকজনের প্রাথমিকভাবে চিকিৎসা সেবা দিয়ে কর্তব্যরত চিকিৎসক বাড়িতে পাঠিয়ে দেয় । জমি সংক্রান্ত বিরোধের জেরেই বাদী পক্ষের লোকজন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গত বছরের শেষের দিকে ১২/০৪/২৩ ইং তারিখ জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ২০৭/২৩ ইং সালে দায়ের করা মামলায় -১৪৪ ধারা জারি অনুরোধ করেছেন ভুক্তভোগীদের অভিযোগ বৃত্তিতে মাননীয় আদালত উক্ত আদেশের পক্ষে ও বিপক্ষে স্বাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন এবং বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন ।
এবং সদর শেরপুর অফিস ইন জার্জকে তদন্ত পূর্বক দ্রুত গতিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। বিবাদী পক্ষের লোকজন আইনের আদেশ উপেক্ষা করেন এবং মাথায় কাফনের কাপড় বেঁধে ফেইসবুকে লাইফ এসে পরিকল্পিতভাবে হত্যার জন্য রণক্ষেত্রের পরিনত করেছিল গ্রামের একাংশ। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। এবং রোজিনা আক্তার বাদী হয়ে বিবাদীদের ১৩ জনের নামে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা এএসআই মোঃ নূরে আলম সিদ্দিকী (পিভি-৭৭৯৮০১৬২০৮) বলেন আমি সংঙ্গীয় ফোর্স নিয়ে ১- মোঃ ছানু মিয়া (২৫) গ্রেফতার করে কোর্টে এর মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলমান রয়েছে।