
শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার,রংপুর
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,মিঠাপুকুর উপজেলা শাখার নির্বাচন ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল ৯ টা হইতে বিকাল ৪টা পর্যন্ত, মিঠাপুকুর সরকারি-মডেল উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে-৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন, তারা হলেন দেলনুর হোসেন, শহিদুল ইসলাম সাধন, ও এমদাদুল হক। সাধন ৭২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। নিকটতম প্রার্থী দেলনুর ৫০২ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে-৩ জন প্রতিদ্বন্ধিতা করেন। তারা হলেন জিকরুল ইসলাম সাজ্জাদ হোসেন ও রূহুল আমিন। সাজ্জাদুর রহমান ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রার্থী রূহুল আমিন ৪১৯ ভোট পেয়েছেন।
৫টি পদে-১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার-১হাজার ৫ শ ৪৫ জনের মধ্যে কতটি ভোট পোল্ড হয়েছে। প্রিজাইডিং অফিসার তা রেজাল্ডিসিটে লেখেননি। সভাপতি পদে ৩ জন ভোট পেয়েছেন ১৩৭৮ ভোট। সম্পাদক পদে ৩ জন ভোট পেয়েছেন ১৩৬৬ ভোট। সভাপতি পদের ভোটের সাথে সম্পাদক পদে ভোটের মিল নেই। কোন ভোট প্রিজাইডিং বাতিলও দেখাননি। ভোটের হিসাবে গড়মিল রয়েছে বলে শিক্ষক ও অভিজ্ঞমহলে প্রশ্নদেখা দিয়েছে। ১৮-১-২০২৫