
কাজী মুস্তফা রুমি: স্বাস্থ্যই সকল সুখের মূল। আর স্বাস্থ্যকে ভালো রাখার একমাত্র উপায় হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ করা। স্বাস্থ্য ভালো রাখাতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই।
এরই ধারাবাহিকতায় নাগরপুর বেকড়া ভোরবাজার বণিক সমিতির উদ্যোগে ভোর বাজার সংলগ্ন মাঠে মনিটর টু মনিটর চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা’২৫ অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি’২৫ রাত ৮:০০ ঘটিকার সময় উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বেকড়া ভোর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কোহিনুর মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মানবিক ব্যক্তিত্ব মোঃ রফিকুল ইসলাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন নাগরপুর বাজার বণিক সমিতির সুযোগ্য সভাপতি বর্ষীয়ান সাংবাদিক নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম, বেকড়া বিশ্বেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এবং নাগরপুর উপজেলা ভূমি অফিসের নাজির মো: সজীব মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মানবিক ব্যক্তিত্ব মোঃ রফিকুল ইসলাম বলেন- শরীর, মন ও স্বাস্থ্য ভালো রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তাই আজকে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা যাদের উদ্যোগে আয়োজন করা হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পাশাপাশি আমি উপস্থিত সকলের মাঝে একটি বার্তা পরিষ্কার করে দিতে চাই- বর্তমান সমাজ মাদকে পরিপূর্ণ হয়ে গেছে। মাদক থেকে বাঁচতে হবে। মাদকের বিষয়ে নূন্যতম ছাড় নেই। অন্ততঃপক্ষে আমি যতদিন নাগরপুর আছি ততদিন মাদক হারাম। তাই যারা মাদক ব্যবসা করেন এবং মাদকের সাথে জড়িত আমি সকলকে অনুরোধ করছি আপনারা এই পথ থেকে ফিরে আসুন। একটি সুন্দর নাগরপুর গড়তে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।
উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জনি একাদশ ও হাসিব একাদশ অংশগ্রহণ করে জনি একাদশ বিজয় লাভ করে।
পরবর্তীতে বিজয়ী এবং রানার্স আপের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য দর্শক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।