6:54 pm, Sunday, 27 April 2025

যাদবপুর‌ ৮বি সামনে, সরকারি বাসের ধাক্কায়, মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়া শিশু কন্যার মায়ের

যাদবপুর‌ ৮বি সামনে, সরকারি বাসের ধাক্কায়, মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়া শিশু কন্যার মায়ের

শম্পা দাস,কলকাতা, পশ্চিমবঙ্গ রিপোর্টার:

আজ ২১শে জানুয়ারী মঙ্গলবার , ঠিক সকাল সাড়ে ছটা নাগাদ, কলকাতা যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের কাছে, এক মর্মান্তিক দুর্ঘটনায় বেপরোয়া এস‌৩১ সরকারি বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বাঘা যতীনের বাসিন্দা বছর ২৮ বছরের মা দেবশ্রী মন্ডলের, বছর তিনেকের শিশু কন্যাকে নিয়ে বাইকে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন তার মা ও বাবা। সরকারি বাসের ধাক্কায় ছিটকে পড়ে যান বাবা ও শিশু এবং শিশুকন্যার মায়ের সাথে সাথেই মৃত্যু ঘটে, শিশুটি অক্ষত অবস্থায় রয়েছেন।।

জানা যায় সরকারি বাসটিকে যাদবপুর থানার থেকে পিডিবি তে নিয়ে গিয়েছে পরীক্ষার জন্য।,

গুরুতর আহত শিশুর বাবাকে আশঙ্কাজনক অবস্থায় ইডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছেন বছর তিনেকের শিশু কন্যাটিও। শিশুটির বাবার চিকিৎসা চলছে।

তবে কিভাবে এরকম একটি জনবহুল সিগন্যাল এলাকায়,সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো পুলিশ তদন্ত করে দেখছেন।‌ খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতে উদ্দোগে গণসংযোগ @

যাদবপুর‌ ৮বি সামনে, সরকারি বাসের ধাক্কায়, মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়া শিশু কন্যার মায়ের

Update Time : 08:07:38 pm, Tuesday, 21 January 2025

যাদবপুর‌ ৮বি সামনে, সরকারি বাসের ধাক্কায়, মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়া শিশু কন্যার মায়ের

শম্পা দাস,কলকাতা, পশ্চিমবঙ্গ রিপোর্টার:

আজ ২১শে জানুয়ারী মঙ্গলবার , ঠিক সকাল সাড়ে ছটা নাগাদ, কলকাতা যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের কাছে, এক মর্মান্তিক দুর্ঘটনায় বেপরোয়া এস‌৩১ সরকারি বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বাঘা যতীনের বাসিন্দা বছর ২৮ বছরের মা দেবশ্রী মন্ডলের, বছর তিনেকের শিশু কন্যাকে নিয়ে বাইকে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন তার মা ও বাবা। সরকারি বাসের ধাক্কায় ছিটকে পড়ে যান বাবা ও শিশু এবং শিশুকন্যার মায়ের সাথে সাথেই মৃত্যু ঘটে, শিশুটি অক্ষত অবস্থায় রয়েছেন।।

জানা যায় সরকারি বাসটিকে যাদবপুর থানার থেকে পিডিবি তে নিয়ে গিয়েছে পরীক্ষার জন্য।,

গুরুতর আহত শিশুর বাবাকে আশঙ্কাজনক অবস্থায় ইডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছেন বছর তিনেকের শিশু কন্যাটিও। শিশুটির বাবার চিকিৎসা চলছে।

তবে কিভাবে এরকম একটি জনবহুল সিগন্যাল এলাকায়,সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো পুলিশ তদন্ত করে দেখছেন।‌ খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।