5:42 am, Thursday, 1 May 2025

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার,রংপুর:

বাল্য বিবাহ রোধ করি, সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ২০ জানুয়ারি ২০২৫ সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মুশাপুর মাদ্রাসা মাঠে বাল্যবিবাহ মুক্ত দূর্গাপুর ইউনিয়ন ঘোষণা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মিঠাপুকুর ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ।
তিনি বলেন, বলেন,বেগম রোকেয়ার জন্মভূমিতে এই প্রথম একটি ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলো।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা‘র সভাপতিত্বে বাল্যবিবাহ মুক্ত দূর্গাপুর ইউনিয়ন ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএইচ এন্ড এফপিও ডা: রাশেবুল ইসলাম। তিনি বলেন,সমাজকে বাল্য বিবাহের অভিশাপমুক্ত রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা রকিকুল ইসলাম। তিনি বলেন বাল্য বিবাহ নামক সামাজিক ব্যাধি দুর করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন,
দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মন্ডল,,মুশাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আশিকুর রহমান মন্ডল। দুর্গাপুর ইউনিয়ন যুব ফোরাম সভাপতি, আহসান হাবিব, পিআইও মনিরুজ্জামান সরকার প্রমুখ।
বক্তাগণ বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। তাই বাল্য বিবাহ হচ্ছে অন্ধকার জগতের কাজ। সেই অন্ধকার যদি আবার দেখা দেয় আপনারা প্রদীপ হয়ে তা প্রতিহত করে সমাজকে আলোকিত করবেন। যাদের মধ্যে শিক্ষার আলো নেই তারাই বাল্যবিবাহ করে। সুন্দর ও স্বাভাবিক সমাজ থেকে তারা অনেক দুরে থাকে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুরের মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের মাধ্যমে ২০১৩ সাল থেকে ২ হাজার ১৫৩ জন কিশোর-কিশোরীদের জরিপের মাধ্যমে ৩৩ টি গ্রামের মধ্যে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন কে মুশাপুর দাখিল মাদরাসা মাঠে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নরসিংদীর লটকন পেল জিআই পণ্যের মর্যাদা: জেলা প্রশাসকের হাতে সনদ হস্তান্তর

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

Update Time : 09:41:33 pm, Tuesday, 21 January 2025

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার,রংপুর:

বাল্য বিবাহ রোধ করি, সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ২০ জানুয়ারি ২০২৫ সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মুশাপুর মাদ্রাসা মাঠে বাল্যবিবাহ মুক্ত দূর্গাপুর ইউনিয়ন ঘোষণা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মিঠাপুকুর ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ।
তিনি বলেন, বলেন,বেগম রোকেয়ার জন্মভূমিতে এই প্রথম একটি ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলো।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা‘র সভাপতিত্বে বাল্যবিবাহ মুক্ত দূর্গাপুর ইউনিয়ন ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএইচ এন্ড এফপিও ডা: রাশেবুল ইসলাম। তিনি বলেন,সমাজকে বাল্য বিবাহের অভিশাপমুক্ত রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা রকিকুল ইসলাম। তিনি বলেন বাল্য বিবাহ নামক সামাজিক ব্যাধি দুর করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন,
দুর্গাপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মন্ডল,,মুশাপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আশিকুর রহমান মন্ডল। দুর্গাপুর ইউনিয়ন যুব ফোরাম সভাপতি, আহসান হাবিব, পিআইও মনিরুজ্জামান সরকার প্রমুখ।
বক্তাগণ বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। তাই বাল্য বিবাহ হচ্ছে অন্ধকার জগতের কাজ। সেই অন্ধকার যদি আবার দেখা দেয় আপনারা প্রদীপ হয়ে তা প্রতিহত করে সমাজকে আলোকিত করবেন। যাদের মধ্যে শিক্ষার আলো নেই তারাই বাল্যবিবাহ করে। সুন্দর ও স্বাভাবিক সমাজ থেকে তারা অনেক দুরে থাকে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুরের মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের মাধ্যমে ২০১৩ সাল থেকে ২ হাজার ১৫৩ জন কিশোর-কিশোরীদের জরিপের মাধ্যমে ৩৩ টি গ্রামের মধ্যে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন কে মুশাপুর দাখিল মাদরাসা মাঠে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করেন।