
হিলিতে ট্রেন থেকে পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির
নিজস্ব প্রতিবেদন
দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা
দিনাজপুরের হিলি রেলস্টেশনের অদূরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে একব্যক্তি নিহত হয়েছেন। তার
নাম- ঠিকানা পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ (জিআরপি) তার মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
হিলি জিআরপি ফাঁড়ীর ইনচার্জ এসআই মোঃ তাজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২১
জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট থেকে পার্বতীপুরগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলস্টেশন
অতিক্রম করে। ট্রেনটি ৩ কিলোমিটার যাওয়ার পর নওপাড়ানামক স্থানের কাছে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেন
থেকে পড়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করেন। দুপুরে ময়না তদন্তের জন্য
মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনা স্হলে
পুলিশ পাঠিয়ে দেয়। এখন মৃত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি। জিআরপি পুলিশ মরদেহ ময়নাতদন্তের
জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে