
মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়ন আহবায়ক বিএনপি ৩ ওয়ার্ড কর্মী সমাবেশ
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন আহবায়ক বিএনপি’র আয়োজনে কর্মী সমাবেশ ২৩ জানুয়ারি ২০২৫ বাদ মাগরিব ইসলামপুর তারাগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়।
প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র রংপুর জেলানেতা মৃত এডভোকেট বদরুল ইসলাম চুন্নু’র সহধর্মিনী ও মিঠাপুকুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফৌজিয়া ইয়াছমিন কনা। তিনি বলেন, আওয়ামীলীগ দেশপ্রেমিক নাগরিকদের সহ্য করতে পারে না বলেই আয়নাঘর বানিয়ে গুম খুন শুরু করেছিল। খালেদা জিয়ার মতো একজন প্রবীণ মানুষকেও তারা জেলে রেখেছিলো। শহীদ আবু সাঈদকে গুলি করে মেরেছেন।
উদ্বোধন করেন, মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী।
বিএনপি’র ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশে ইউনিয়ন আহবায়ক আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, মিঠাপুকুর উপজেলা আহবায়ক বিএনপি’র যুগ্ম আহবায়ক হযরত আলী। বিশেষ বক্তা ছিলেন, মনিরুজ্জামান মিঠু,
বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে গত ৫ আগষ্ট ২০২৪ এর আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।##২৩-১-২০২৫