
কাজী মোস্তফা রুমি: মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। দুদিন পর তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং বনানী কবরস্থানে লাশ দাফন করা হয়।
আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে উঠে আসা মেধাবী নেতৃত্ব, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রদল রাজশাহী বিদ্যালয় সাবেক সভাপতি, নাগরপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বিএনপি নেতা মোঃ আতিকুর রহমান আতিক।
আরাফাত রহমান কোকোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন- আরাফাত রহমান কোকো মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট পুত্র তিনি বাংলাদেশের একজন সফল ক্রীড়া সংগঠক। তিনি বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে একনিষ্ঠ ভাবে কাজ করে গেছেন। তিনি ২০০২-২০০৫ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার তিনি।
আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বের বুকে সুপরিচিত করার লক্ষ্যে আমৃত্যু চেষ্টা করে গেছেন।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। তাই আজকের এই দিনে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। পাশাপাশি তার আত্মার মাগফেরাত কামনা করছি।