
সাংবাদিক আব্দুল হালিম এর বড়ভাই
ইন্সপেক্টর আব্দুল লতিফ এর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার:
সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম এর বড় ভাই পুলিশ ইন্সপেক্টর আব্দুল লতিফ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও এতিম শিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। আজ ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার বাদ জুম্মা চেতনাগন্জ রহমানিয়া এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলে পুলিশ প্রশাসন সহ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।
গত ২০২৪ সালের ২৩ জানুয়ারি সোমবার রাতে দিনাজপুরে কিডনিজনিত রোগে মৃত্যু বরণ করেন। ২৪ জানুয়ারি মঙ্গলবার সকালে দিনাজপুর পুলিশ লাইনে ২ টি জানাজা শেষে নিজ এলাকা মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নে রূপসী চেতনাগন্জ ঈদগাঁ মাঠে মরহুমের নামাজে জানাজা বিকেল সাড়ে ৪ টায় নামাজে জানাজা শেষে ঈদগা কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
জানাজা ও দাফনে রংপুর জেলা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা, প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সর্বস্থরের জনতা উপস্থিত ছিলেনl ইন্সপেক্টর আব্দুল লতিফ স্ত্রী, ১ছেলে ১ মেয়ে রেখেগেছেন।