11:17 pm, Sunday, 20 April 2025

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না-মাহফুজ আলম

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ারসুযোগ দেয়াহবে না-মাহফুজ আলম

রামগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর নবী সুহেল

আওয়ামী লীগ ও তাদের দোসরদের আগামী যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘নতুন করে ওয়ান ইলেভেন আবার তৈরি হবে। এমন দুশ্চিন্তা করে লাভ নেই। আমাদের লক্ষ্য একটি সুস্থ ও অবাধ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। তবে শেখ হাসিনা এবং তার দোসরদের জন্য সেই নির্বাচন নয়। কারণ, দেশের গণমানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছি। তাই আগামী যেকোনো নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে না।’

তিনি বলেন,‘পতিত ফ্যাসিস্ট ওই দল ১৬ বছর ক্ষমতায় থেকে খুন, গুম, সন্ত্রাস এবং ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের দোসর এখনো যারা সরকারি প্রশাসন এবং বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তাদেরকে উৎপাটন করে পুরো একটি সংস্কার কার্যক্রম শেষ করে তবেই নির্বাচন। একই সঙ্গে জুলাই বিপ্লব স্পিরিট ধারণ করে একসঙ্গে সবাইকে নিয়ে দেশ গড়ার শপথ গ্রহণের কথা আবারও তুলে ধরেন।’

নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম। উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বাচ্চু মোল্লাসহ বিশিষ্টজনেরা মঞ্চে উপস্থিত ছিলেন।

রামগঞ্জ এলাকার সন্তান মাহফুজ আলম সরকারের উপদেষ্টা হয়ে ঘরে ফিরেছে এমন উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে কয়েক হাজার মানুষ কলেজ মাঠে উপস্থিত হন। এসময় এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু দাবি তুলে ধরেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কৃষক শ্রমিক ও বস্তি উন্নয়ন সমিতির ডাকে বিগ্রেড সমাবেশ অনুষ্ঠিত

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে না-মাহফুজ আলম

Update Time : 11:52:32 pm, Saturday, 25 January 2025

আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ারসুযোগ দেয়াহবে না-মাহফুজ আলম

রামগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর নবী সুহেল

আওয়ামী লীগ ও তাদের দোসরদের আগামী যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘নতুন করে ওয়ান ইলেভেন আবার তৈরি হবে। এমন দুশ্চিন্তা করে লাভ নেই। আমাদের লক্ষ্য একটি সুস্থ ও অবাধ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। তবে শেখ হাসিনা এবং তার দোসরদের জন্য সেই নির্বাচন নয়। কারণ, দেশের গণমানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছি। তাই আগামী যেকোনো নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে না।’

তিনি বলেন,‘পতিত ফ্যাসিস্ট ওই দল ১৬ বছর ক্ষমতায় থেকে খুন, গুম, সন্ত্রাস এবং ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের দোসর এখনো যারা সরকারি প্রশাসন এবং বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তাদেরকে উৎপাটন করে পুরো একটি সংস্কার কার্যক্রম শেষ করে তবেই নির্বাচন। একই সঙ্গে জুলাই বিপ্লব স্পিরিট ধারণ করে একসঙ্গে সবাইকে নিয়ে দেশ গড়ার শপথ গ্রহণের কথা আবারও তুলে ধরেন।’

নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম। উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বাচ্চু মোল্লাসহ বিশিষ্টজনেরা মঞ্চে উপস্থিত ছিলেন।

রামগঞ্জ এলাকার সন্তান মাহফুজ আলম সরকারের উপদেষ্টা হয়ে ঘরে ফিরেছে এমন উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে কয়েক হাজার মানুষ কলেজ মাঠে উপস্থিত হন। এসময় এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু দাবি তুলে ধরেন তারা।