
প্রকাশিত সংবাদ তীব্র নিন্দা প্রতিবাদ
তালহা চৌধুরী রুদ্র বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের বিরুদ্ধে ‘ময়মনসিংহে আওয়ামী দোসর পাউবো এর নির্বাহী প্রকৌশলী এখনও ধরা ছোঁয়ার বাইরে’ শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল। প্রতিবাদ লিপিতে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী জানিয়ে বলেন, দুষ্কৃত মহল তার সামাজিক মর্যাদা নষ্ট করার লক্ষ্যে এসব বানোয়াট তথ্য প্রচার করিতে সাংবাদিকদের উৎসাহিত করেছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল ।
তিনি জানান ফুলবাড়ীয়ার রঘুনাথ বাজার এবং মুক্তাগাছার বানার নদীর প্রকল্পটি আগামী জুন ২০২৬ সাল পর্যন্ত কার্যক্রম চলবে। এ পর্যন্ত মাত্র ত্রিশ শতক কাজ সমপন্ন হয়েছে। অথচ অভিযোগ এসেছে যে, প্রকল্পের কাজ শেষ না করেই বিল তুলে নেওয়া হয়েছে। এমন সব আরও বিভিন্ন অভিযোগ উঠে এসেছে যা সত্য নয়। তিনি আরও বলেন আমরা সরকারী চাকুরিজীবি যখন যে দলের সরকার ক্ষমতায় থাকে তখন সেই দলের নেতা কর্মীদের কথামত কাজ করতে হয়। নইলে হয়রানির শেষ থাকেনা। আমিও এর বাইরে না। তাই বলে আমি কারও দোসর হতে পারিনা।
কিছু দুস্কৃত মহল লোভের বশীভূত হয়ে হিংসা পরায়ন হয়ে আমার বিরুদ্ধে এসব বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশে সহযোগিতা করতে পারে বলেও ধারনা আমার।
তিনি প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম গুলোকে ভবিষ্যতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।