
আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন,ময়মনসিংহ সদর প্রতিনিধি:
কাস্টমস সেবার প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা এই শ্লোগান ধারণ করে কাস্টমস্ এক্সসাইজ এন্ড ভ্যাট কমিশনেট আঞ্চলিক কমিটি ময়মনসিংহ,জামালপুর ও শেরপুর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবস -২০২৫ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।আজ ২৬ জানুয়ারী রবিবার ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী।
সভাপতিত্ব করেন কাস্টমস এক্সইজএন্ড ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) এর যুগ্ম কমিশনার মোহাম্মদ ছালাউদ্দিন রিপন।স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের ময়মনসিংহে কর্মরত ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সাইদুল আলম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কর কমিশনের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)মোহাম্মদ ফজলে আহাদ কায়সার।