
রংপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার:
রংপুরের বদরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিনিয়র দায়রা জজ আদালত। ২৮ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন। ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। আসামি ওসমানগনি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের পিপি আফতাব উদ্দিন জানান, বদরগঞ্জের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহিদুল হকের পুত্র ওসমান গণির সাথে বিয়ে হয় পাশের গ্রামের আমজাদ হোসেনের কন্যা মন্জুয়ারা খাতুনের। অভাব অনটনে কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের এক পর্যায়ে ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী।
এ ঘটনায় মনজুয়ারার পিতা মামলা করলে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।
পিপি জানান, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায় বাস্তবায়ন চান তিনি।