7:30 pm, Sunday, 27 April 2025

জলঢাকায় ডালিয়া রোডে ট্রাক অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

জলঢাকায় ডালিয়া রোডে ট্রাক অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

মোঃ নুরুজ্জামান,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জলঢাকা ডালিয়া রোডে ভুট্টর বাড়ি নামক এলাকায় ট্রাক অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২,ঘটনাটি ঘটে সকাল ৮ টার দিকে। ২৯ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার
আশেপাশে বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ এসে লাশ ১টি ট্রাকের নিচ থেকে টেনে হিছরে বার করে জলঢাকা থানার পুলিশসহ মেডিকেলে নিয়ে যান এবং ঘটনাস্থলে ভোরবেলা পুলিশ দার হয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান যে ঘনো কুয়াশার কারণে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয়
ভাবনচুর শান্তিনগর বাজার সাবেক( চৌতনের ঘাট) নিবাসী আব্দুস সালাম ( ওরফে বোয়াল সালাম) (৫৫), আহত ব্যক্তির পরিচয় কাজীরহাট টগি মাহমুদের ছেলে (রনি বয়স ২০) রংপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
প্রতিনিয়ত ঘটতেছে এরকম দুর্ঘটনা কারণ ট্রাকের ড্রাইভারগুলো গাড়ি চালায় সব সময় নেশা করে করে, ঝুঁকি হয়ে যায় পথে থাকা যাত্রীদের, যত্ন তত্ন গাড়ি পার্কিং করে এসব ড্রাইভারগুলো। তারা যখন এই পাগলাপীর পার হয় তখনই বেড়ে যায় তাদের গাড়ির গতী। এদিকে অফিসার ইনচার্জ আরজু সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেন একজন নিহত, দুজন আহত হয়েছেন। এবং মৃত ব্যক্তি জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে লাশটি। এবং ট্রাকের ড্রাইভারকে পাওয়া যায়নি ঘটনাস্থলে, তবে ট্রাকটি আটক আছে থানায়। এবং তাদের বিরুদ্ধে নিয়ম মতো মামলা দায়ের করা হবে বলে নিশ্চিত করেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু সাজ্জাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাইকোর্টের রায়ে প্রশাসনিক ক্ষমতা ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান-লিপ্টন

জলঢাকায় ডালিয়া রোডে ট্রাক অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

Update Time : 03:06:49 pm, Wednesday, 29 January 2025

জলঢাকায় ডালিয়া রোডে ট্রাক অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

মোঃ নুরুজ্জামান,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জলঢাকা ডালিয়া রোডে ভুট্টর বাড়ি নামক এলাকায় ট্রাক অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২,ঘটনাটি ঘটে সকাল ৮ টার দিকে। ২৯ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার
আশেপাশে বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ এসে লাশ ১টি ট্রাকের নিচ থেকে টেনে হিছরে বার করে জলঢাকা থানার পুলিশসহ মেডিকেলে নিয়ে যান এবং ঘটনাস্থলে ভোরবেলা পুলিশ দার হয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান যে ঘনো কুয়াশার কারণে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয়
ভাবনচুর শান্তিনগর বাজার সাবেক( চৌতনের ঘাট) নিবাসী আব্দুস সালাম ( ওরফে বোয়াল সালাম) (৫৫), আহত ব্যক্তির পরিচয় কাজীরহাট টগি মাহমুদের ছেলে (রনি বয়স ২০) রংপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
প্রতিনিয়ত ঘটতেছে এরকম দুর্ঘটনা কারণ ট্রাকের ড্রাইভারগুলো গাড়ি চালায় সব সময় নেশা করে করে, ঝুঁকি হয়ে যায় পথে থাকা যাত্রীদের, যত্ন তত্ন গাড়ি পার্কিং করে এসব ড্রাইভারগুলো। তারা যখন এই পাগলাপীর পার হয় তখনই বেড়ে যায় তাদের গাড়ির গতী। এদিকে অফিসার ইনচার্জ আরজু সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেন একজন নিহত, দুজন আহত হয়েছেন। এবং মৃত ব্যক্তি জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে লাশটি। এবং ট্রাকের ড্রাইভারকে পাওয়া যায়নি ঘটনাস্থলে, তবে ট্রাকটি আটক আছে থানায়। এবং তাদের বিরুদ্ধে নিয়ম মতো মামলা দায়ের করা হবে বলে নিশ্চিত করেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু সাজ্জাদ।