
মিঠাপুকুরে তাফসিরুল কোরআন মাহফিল
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার:
রংপুর জেলার মিঠাপুকুর রূপসী সৌলমারী জামে মসজিদ ও যুব সমাজ আয়োজিত ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার বাদ যোহর বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম, রংপুর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রব্বানী। তিনি বলেন, হিংসা বিদ্দেষ থাকা যাবেনা। আগুনে কাঠ পোড়ালে যেমন ছাই হয়,তেমনি যার ভিতরে হিংসা রয়েছে তার আমল ধংস হয়।
প্রধান আলোচক ছিলেন, জাতীয় পর্যায়ে পুরুস্কার প্রাপ্ত টিভি চ্যানেল ধর্মিও আলোচক ক্বারী মাওঃ মুহাঃআব্দুল কুদ্দুস সিদ্দিকী ঢাকা।
আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ এঁর সভাপতিত্বে দ্বিতয় বক্তা ছিলেন, হাফেজ মোঃ বাইজীদ হোসেন বিপ্লবী, তৃতীয় বক্তা ছিলেন, হাফেজ মাওঃ এরশাদুল হক। বরেন্য অতিথি ছিলেন, জামায়াত মিঠাপুকুর উপজেলা আমীর আসাদুজ্জামান সিমুল প্রমুখ।