
বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার
সুরুজ্জামান রাসেল,গাজীপুর প্রতিনিধি:
বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে ৩১ জানুয়ারী ২০২৫ খ্রিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড.মোহাম্মদ নাজমুল করিম খান পুলিশী নিরাপত্তা ব্যবস্থা এবং ইজতেমা সংশ্লিষ্ট সার্বিক বিষয়াদি সম্পর্কে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে অবহিত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ কমিশনার মহোদয় আরো জানান, নিরাপত্তা বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সচেষ্ট রয়েছে।ইজতেমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রেস ব্রিফিং শেষে তিনি ইজতেমায় আগত লাখো মুসল্লিদের সাথে জুম্মার নামায আদায় করেন। নামাজশেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।