
মিঠাপুকুরে মিলনপুর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন’২৫
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মিলনপুর ইউনিয়ন বিএনপি’র
দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মিলনপুর ইউপি মাঠে ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার বিকেল রাত ৮ টায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক জননেতা সাইফুল ইসলাম। তিনি বলেন, জিয়াউর রহমান বীর উত্তম স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকবান্ধব সরকার ছিলেন। তিনি ইরিধান,অগভীর, গভীর নলকুপ, ইন্জিনচালিত লাঙ্গল বিদেশ থেকে কৃষকদের জন্য এনেছেন।
প্রধান বক্তা ছিলেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন। তিনি বলেন, জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম।
বিশেষ অতিথি ছিলেন, মিঠাপুকুর উপজেলা আহবায়ক বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল হক শামীম, ফৌজিয়া ইয়াছমিন কনা। হাবিবুর রহমান টিটুল, আনোয়ারুল ইসলাম, মোর্শেদ হাসান সোহেল ও হযরত আলী প্রমুখ।
ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোদাচ্ছির হোসেন লাবলু এঁর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জেলা সদস্য ও পীরগন্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুউন নবী চৌধুরী পলাশ ও রংপুর জেলা বিএনপি’র সদস্য সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা।
সম্মেলন শেষে মোদাচ্ছির হোসেন লাবলু কে সভাপতি রবিউল ইসলাম কে সাধারণ সম্পাদক সহ ৭১ কমিটি বিশিষ্ট মিলনপুর ইউনিয়ন বিএনপি কমিটি ঘোষনা করেন।