
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৯
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার:
রংপুরে পৃথক পৃথক সড়ক দুঘটনায় নিহত ৩ জন আহত ৯ জনের খবর পাওয়াগেছে। রংপুর-ঢাকা মহাসড়কে কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস ও মাহিন্দ্রার সংঘর্ষে ২জন ও নগরীর লাহিড়ীর হাট এলাকায় মোটরসাইকেল দুঘটনায় ১জন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, নৈশ কোচ পাভেল এক্সপ্রেস কুড়িগ্রামগামী এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন মাহিন্দ্রার যাত্রী নিহত হন। আরও দু’জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ত নিহতদের এখনও পরিচয় শনাক্ত করা যায়নি।এদিকে রংপুরের পীরগঞ্জে দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে এ ঘটনা ঘটে।